২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আ’লীগের দেশ ধ্বংসে ঘাপটি মারা ‘র’ এর এজেন্টরা সহযোগিতা করেছে : আলতাফ চৌধুরী

-

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংসের চেষ্টা চালিয়েছে। আমাদের মধ্যে কিছু ‘র’ এর এজেন্ট রয়েছে তারা এই কাজে সার্বক্ষণিক সহযোগিতা করেছে।
গতকাল সকালে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা নির্বাচন চাই। তার আগে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশন, জুডিশিয়ারি, পুলিশ বাহিনীসহ সংশ্লিষ্ট দফতরগুলো ঢেলে সাজাতে হবে। তবে এর জন্য কেয়ামত পর্যন্ত অপেক্ষা করা যাবে না। এছাড়াও বাংলাদেশের বেশকিছু অঞ্চল দখল করে ভারত তাদের দেশকে প্রসারিত করার অপচেষ্টা চালাচ্ছে। গত ১৬ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ তারই ইঙ্গিত বহন করে। ইতোমধ্যে চট্টগ্রামের নতুন নাম দেয়াসহ নতুন পতাকা ও সরকারের রূপরেখাও দিয়েছে তারা। এতেও ঘাপটি মেরে লুকিয়ে থাকা ‘র’ এর এজেন্টরা সহযোগিতা করছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক জাফর ইমাম শিকদারের সভাপতিত্বে ও মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য, মো: মাকসুদ আহমেদ বাইজিদ পান্না, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ টি এম মোজাম্মেল হোসেন তপন, গ্লোবাল ইউনিভার্সিটির সাবেক রেজিস্ট্রার মো: রেজাউল করিম, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মহসীন উদ্দিন, আব্দুল করিম মৃধা কলেজের অধ্যাপিকা লায়লা ইয়াসমিন, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ আলম গোলদার উপস্থিত ছিলেন।
তুরস্কের একটি এনজিওর অর্থায়নে স্থানীয় নেতারা এসব উপহার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। জেলার ৫০০ ইমাম এবং গত ১৫ বছরে বিভিন্ন হামলা মামলার শিকার ৫০০ বিএনপি নেতাকর্মী এবং জুলাই- আগস্ট মাসের গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের মধ্যে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

 


আরো সংবাদ



premium cement
সীতাকুণ্ডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রাসেল, সম্পাদক মাসুম জাহাজে ৭ খুন : ছেলে সজিবুলের শোকে মারা গেলেন বাবা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৫৩ ইরাকে গণকবরে ১০০ কুর্দি নারী ও শিশুর লাশের সন্ধান ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় নিহত ৫ জন একই পরিবারের দিল্লি থেকে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে : মাওলানা শাহজাহান সিরিয়ার সাবেক বিচারপতিকে গ্রেফতার করেছে নতুন প্রশাসন নির্বাচনের আগে মানবতাবিরোধী অপরাধের বিচার করতে হবে : গোলাম পরওয়ার সানা বিমানবন্দরে ইসরাইলি হামলা, অল্পের জন্য বেঁচে গেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের জবাব দিচ্ছে ভারত ইয়েমেনের হাউছি ও ইসরাইলের মধ্যে সঙ্ঘাত বৃদ্ধির নিন্দা জাতিসঙ্ঘ মহাসচিবের

সকল