২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হাসিনার পলায়ন ছিল দিল্লির জন্য চপেটাঘাত : মুসলিম লীগ

বাংলাদেশ মুসলিম লীগের আলোচনা সভায় অতিথিরা : নয়া দিগন্ত -


বাংলাদেশ মুসলিম লীগের নেতৃবৃন্দ বলেছেন, হিন্দুত্ববাদী বিজেপি সরকার বাংলাদেশের ওপর দিল্লির নিরঙ্কুশ আধিপত্য ও কর্তৃত্ব প্রতিষ্ঠার দীর্ঘদিনের পরিকল্পনা চূড়ান্তভাবে কার্যকর করার পূর্বেই ছাত্র-জনতার আন্দোলনে পদত্যাগ করে দিল্লি বান্ধব শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। এটা ছিল বাংলাদেশের পক্ষ থেকে দিল্লিøর জন্য একটি অবিশ্বাস্য চপেটাঘাত। অথচ ১৯৫০ সাল হতে স্বাধীনতার জন্য লড়াইকারী উত্তর-পূর্বের সেভেন সিস্টার্স নামে খ্যাত সাত রাজ্যের ওপর কর্তৃত্ব বজায় রাখতে হলে বাংলাদেশের ওপর দিয়ে সৈন্য চলাচল করা ব্যতীত দিল্লির জন্য বিকল্প কোনো পথ নেই।

ট্রানজিটের নামে দিল্লিকে সর্বনাশা করিডোর সুবিধা দিয়েছিলেন যা দেশপ্রেমিক জনগণ কোনো দিন মেনে নেননি। নেতৃবৃন্দ আরো বলেন, শেখ হাসিনা মুক্ত বাংলাদেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে বিভিন্ন সেক্টরে নিয়োগকৃত ‘র’ এর এজেন্টদের মাধ্যমে দিল্লি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এমতাবস্থায় বাংলাদেশের জনগণের সহযোগিতা ও সমর্থনে বিরোধের আপেল সাত রাজ্য স্বাধীন হয়ে গেলে দিল্লির ষড়যন্ত্রের পরিসমাপ্তি ঘটবে বলে দেশের জনগণ বিশ্বাস করে। স্বাধীনতার জন্য সকল প্রকার কৌশল বা যুদ্ধ বৈধ এবং দেশপ্রেমের উৎকৃষ্ট নিদর্শন। গতকাল বিকেল ৩টায় শিশু কল্যাণ মিলন আয়তনে সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ মুসলিম লীগের সাবেক সভাপতি জমির আলীর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে পার্টির নেতৃবৃন্দ আরো বলেন, তিন দিক ভারত পরিবেষ্টিত স্থল অবরুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা তখনই নিরাপদ ও শঙ্কা মুক্ত হবে, যখন সাত রাজ্য স্বাধীন হবে। এর লক্ষ্যে জনগণের ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে।

দলের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মো: আশরাফ আলী আকন্দ, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম, আনোয়ার হোসেন আবুড়ী, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান সালাউদ্দিন মতিন প্রকাশ, জমির আলীর পুত্র তারেক জমির সজীব, সাবেক কমিশনার আলহাজ মোহাম্মদ শরফুদ্দিন, অ্যাডভোকেট আফতাব হোসেন মোল্লা, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান, সাংগঠনিক সম্পাদক খান আসাদ, প্রচার সম্পাদক শেখ আব্দুস সবুর, মহিলা মুসলিম লীগের সভাপতি ড. হাজেরা বেগম, ছাত্রনেতা নুর আলম প্রমুখ।


আরো সংবাদ



premium cement
সিরিয়ায় অতর্কিত হামলায় অন্তর্বর্তী সরকারের ১৪ কর্মকর্তা নিহত শিরোপা ধরে রাখতে প্রস্তুত শক্তিশালী বরিশাল মধ্য ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা হাউছিদের সচিবালয়ের আগুন নেভাতে এত সময় লাগল কেন সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে, এক গেট দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ কাপ্তাইয়ে ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো ২ বন্ধুর লাশ কুড়িগ্রামে খেজুর রসের ঐতিহ্যে ভাটা সচিবালয়ে আগুন : তদন্ত কমিটি গঠনের কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা বান্দরবানে ত্রিপুরা সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগে সরকারের নিন্দা কুড়িগ্রামে আ.লীগ-ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার জড়িতদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ

সকল