২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
ইসলামী ঐক্য আন্দোলনের কাউন্সিলে ড. ঈসা শাহেদী

ইসলামী গণবিপ্লবের লক্ষ্যে সব মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে

-


নির্যাতিত জনতার মুক্তি ও ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি ইসলামী গণবিপ্লবের জন্য কালেমায় বিশ্বাসী সব মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। জুলাই-আগস্টের গণবিপ্লবের মাধ্যমে প্রমাণিত হয়েছে, তাগুতি শক্তি যত শক্তিশালী হোক না কেন ঐক্যবদ্ধ জনতার আন্দোলনের মুখে তাদের পতন অবশ্যম্ভাবী। গতকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী ঐক্য আন্দোলনের মজলিসে আ’ম ও জাতীয় কাউন্সিল সম্মেলনে সভাপতির বক্তব্যে সংগঠনের আমির ড. মাওলানা ঈসা শাহেদী এ কথা বলেন। তিনি বলেন, ঐক্যবদ্ধ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের কাছে পরাজিত হয়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পরাজিত ফ্যাসিস্ট সরকার দেশের প্রতিটি বিভাগকে ঘুষ, দুর্নীতি, অব্যবস্থা এবং দলীয়করণে কলুষিত করে গেছে। তাই বর্তমান অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র মেরামত ও সংস্কার কার্যক্রমে সব রাজনৈতিক দল ও জনগণের সহায়তা করা উচিত। তিনি বলেন, জাতীয় জীবনে শান্তি ও প্রগতির জন্য একটি পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যে সব ইসলামী দল ও তৌহিদি জনতাকে ঐক্যবদ্ধভাবে একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের জন্য প্রচেষ্টা চালাতে হবে।
উদ্বোধনী বক্তব্যে তিনি আরো বলেন, কুরআন-সুন্নাহকে আইনের উৎস করে সংবিধান সংস্কার করতে হবে। তিনি পাশের দেশ ভারতের শোষণ-নিপীড়ন, আগ্রাসন ও মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেন, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিনষ্ট করার জন্য এখনো তারা বিভিন্নমুখী তৎপরতা চালিয়ে যাচ্ছে। তিনি শেখ হাসিনাসহ দুর্নীতিবাজ দুষ্টচক্রের বিরুদ্ধে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের ফলপ্রসূ ভূমিকা কামনা করেন।

তিনি বলেন, এ দেশে নানা ধরনের তন্ত্রমন্ত্রের নামে শাসন-শোষণ আমরা দেখেছি। উন্নয়নের নামে লুটপাট, নির্যাতন-নিপীড়ন, হত্যা-সন্ত্রাস ও খুন-গুমের রাজনীতি আমরা দেখেছি। তাই আদর্শ সমাজ প্রতিষ্ঠায় কুরআন-সুন্নাহর ভিত্তিতে ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণের জন্য সর্বস্তরের নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান তিনি। মজলিসে আ’ম ও জাতীয় কাউন্সিল সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন জাতীয় কাউন্সিল সম্মেলন-২০২৪ বাস্তবায়ন কমিটির সম্মানিত আহ্বায়ক ইসলামী ঐক্য আন্দোলনের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া।

সম্মানিত অতিথি ও নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- ইসলামী ঐক্য আন্দোলনের নায়েবে আমির অধ্যক্ষ মুহাম্মাদ শওকাত হোসেন, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমাদ আলী কাসেমী, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হুরায়রাহ, আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন, ড. মাওলানা মুহাম্মাদ এনামুল হক আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমাদ, সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান, জয়েন্ট সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ নাসির ও অধ্যক্ষ মাওলানা মো: রফিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আবু বকর সিদ্দিক প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে গোপন ব্যালটের মাধ্যমে আগামী ২০২৪-২০২৭ সেশনের জন্য আমির ও সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ড. মাওলানা মুহাম্মাদ ঈসা শাহেদী ও মোস্তফা তারেকুল হাসান। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement
সিরিয়ায় অতর্কিত হামলায় অন্তর্বর্তী সরকারের ১৪ কর্মকর্তা নিহত শিরোপা ধরে রাখতে প্রস্তুত শক্তিশালী বরিশাল মধ্য ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা হাউছিদের সচিবালয়ের আগুন নেভাতে এত সময় লাগল কেন সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে, এক গেট দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ কাপ্তাইয়ে ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো ২ বন্ধুর লাশ কুড়িগ্রামে খেজুর রসের ঐতিহ্যে ভাটা সচিবালয়ে আগুন : তদন্ত কমিটি গঠনের কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা বান্দরবানে ত্রিপুরা সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগে সরকারের নিন্দা কুড়িগ্রামে আ.লীগ-ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার জড়িতদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ

সকল