২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিলেট-ঢাকা-সিলেট আকাশ পথে আকাশচুম্বী দাম টিকিটের

-

- সোমবার ওয়ানওয়ে টিকিটের মূল্য ছিল সর্বোচ্চ ১১ হাজার ৫০০ টাকা
- ‘ওয়ানওয়ে রুটের এই দামে লন্ডন-প্যারিস রিটার্ন টিকিট পাওয়া যায়’

সিলেট-ঢাকা-সিলেট রুটের আকাশপথে বিমানের টিকিটের মূল্য এখন আকাশচুম্বী। শীতের শুরুতে পর্যটক সমাগম, মারাত্মক ভাঙাচোরা সিলেট-ঢাকা মহাসড়ক ও ট্রেনে টিকিট পেতে অত্যন্ত জটিলতার কারণে অভ্যন্তরীণ রুটের টিকিটের মূল্য হঠাৎ বেড়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় যাত্রীরা পড়েছেন চরম বিপাকে।
এ রুটে বর্তমানে জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান ছাড়াও বেসরকারি বিমান অপারেটর ইউ-এস বাংলা ও নভোএয়ারের ফ্লাইট অপারেট হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, সিলেটে বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লীগ), এনসিএল (ন্যাশনাল ক্রিকেট লীগ), ওকাসের কনফারেন্স হয়েছে। ডিসেম্বর মাসে স্কুল-কলেজ বন্ধ থাকে। শীতের এই মৌসুমে বিপুলসংখ্যক প্রবাসীও দেশে আসছেন। দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকের আগমনও বেড়েছে। সবমিলিয়ে এ রুটে হঠাৎ করে টিকিটের লোড বেড়েছে।

সিলেট-ঢাকা রুটে সোমবারের (২৩ ডিসেম্বর) ইউএস বাংলা ও নভোএয়ারের ছয়টি ফ্লাইটের মূল্য পর্যালোচনায় দেখা গেছে, দু’টি অপারেটরের ফ্লাইটে টিকিটের সর্বনিম্ন মূল্য সাত হাজার টাকা আর সর্বোচ্চ মূল্য ১১ হাজার ৫০০ টাকা। সকাল ৮টা ও রাত ৮টার ইউএস বাংলার ফ্লাইটের টিকিট মূল্য হচ্ছে ১১ হাজার টাকা করে। একই অপারেটরের বিকেল সাড়ে ৫টার টিকিটের মূল্য হচ্ছে ৯ হাজার টাকা। আর নভোএয়ারের টিকিটের মূল্য হচ্ছে- সাত হাজার থেকে ৯ হাজারের মধ্যে। একই দিনে ঢাকা-সিলেট রুটে এ দু’টি অপারেটরের টিকিট মূল্য হচ্ছে সর্বোচ্চ সাত হাজার টাকা ও সর্বোচ্চ ১১ হাজার ৫০০ টাকা। এ রুটে ইউ-এস বাংলার চারটি ফ্লাইটের টিকিট মূল্য হচ্ছে- সকাল সাড়ে ৮টা ও রাত ৮টা ৫০ মিনিটের টিকিট মূল্য ১১ হাজার ৫০০ টাকা, বেলা ১টা ৫০ এবং বিকেল সাড়ে ৫টার টিকিটের মূল্য হচ্ছে-৯ হাজার টাকা। নভোএয়ারের সকাল সাড়ে ৮টার টিকিট মূল্য ৯ হাজার টাকা, বিকেল ৫টা ৫০ মিনিটের টিকিট মূল্য আট হাজার টাকা আর রাত ৯টা ৫৫ মিনিটের টিকিট মূল্য হচ্ছে সাত হাজার টাকা। এই দিন বিমান বাংলাদেশের বিমানের সর্বোচ্চ টিকিট মূল্য দেখাচ্ছে পাঁচ হাজার ৯৯৯ টাকা এবং গতকাল মঙ্গলবারের (২৪ ডিসেম্বর) টিকিট মূল্য দেখাচ্ছে-৯ হাজার ৯৯৯ টাকা।
সিলেটের বাসিন্দা, আমেরিকা প্রবাসী জয়িতা জানান, গত ১৫ ডিসেম্বর ঢাকা-সিলেট রুটে ইউএস বাংলার একটি ফ্লাইটের একটি টিকিট কিনেন ১১ হাজার ৫০০ টাকায়।

সিলেট সফররত ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজের ডাইরেক্টর (মিডিয়া) লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী জানান, সিলেট-ঢাকা-সিলেট রুটে বিমান ভাড়া বৃদ্ধিতে তারা উদ্বিগ্ন। তিনি বলেন, সিলেট থেকে ঢাকার বিমান টিকিটের যে মূল্য, এই মূল্য নিয়ে লন্ডন থেকে প্যারিসের রিটার্ন টিকিট কেনা যায়। তিনি এ রুটের বিমান ভাড়া কমানোর দাবি জানান। পাশাপাশি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের দাবি জানান এই সুপরিচিত সমাজসেবী ও কমিউনিটি নেতা।
সিলেটের সিনিয়র সাংবাদিক হুমায়ুন রশীদ চৌধুরী জানান, গত শনিবার তিনি তার মেয়েকে নিয়ে একটি জরুরি কাজে ঢাকায় যেতে বিমান টিকিট খুঁজছিলেন। কিন্তু টিকিটের উচ্চমূল্যের কারণে তিনি সড়কপথে ঢাকায় যান।
বিমান ভাড়া বৃদ্ধির বিষয়ে ইউএস-বাংলা ও নভোএয়ারের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে, নাম প্রকাশ না করার শর্তে ইউএস বাংলার জনৈক কর্মকর্তা জানান, আগে এ রুটে ইউএস বাংলার পাঁচটি ফ্লাইট অপারেট হতো। বর্তমানে অপারেট হচ্ছে চারটি ফ্লাইট। সিলেটে সম্প্রতি বেশ কয়েকটি ইভেন্ট হয়েছে। পাশাপাশি স্কুল-কলেজ বন্ধ থাকা, প্রবাসী ফ্লো (প্রবাহ), শীত মৌসুম, সড়কপথে বেশি সময়ক্ষেপণ- এসব কারণে আকাশপথে যাত্রীদের চাহিদা বেড়েছে। ওই কর্মকর্তা জানান, বেশির ভাগ ফ্লাইটের টিকিটই সাড়ে পাঁচ হাজার টাকা মূল্যে বিক্রি হয়। একটি ফ্লাইটের ১০-১২টি টিকিট বেশি মূল্যে বিক্রি হয় বলে স্বীকার করেন তিনি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত ১৬ ডিসেম্বর থেকে সিলেট-ঢাকা-সিলেট রুটে টিকিটের ক্ষেত্রে স্পেশাল ডিসকাউন্ট প্যাকেজ ঘোষণা করেছে। শুধু বোয়িং ৭৭৭/৭৮৮/৭৩৭ এর ক্ষেত্রে উভয় পথে সীমিত সময়ের জন্য এ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্যাকেজের আওতায় একমুখী ইকোনমি টিকিটের মূল্য ধরা হয়েছে ট্যাক্সসহ ২৯৯৯ টাকা। তবে, এ প্যাকেজের টিকিট সব সময় মেলে না। এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মকর্তা জানান, মূলত আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের সাথে বোয়িংয়ে করে আভ্যন্তরীণ রুটের যাত্রী পরিবহন করা হয়।
সচরাচর এ রুটে ড্যাশ-৮ বিমানে করে যাত্রী পরিবহন করা হয়। যে কারণে অনেক ক্ষেত্রে প্যাকেজ মূল্যের টিকিটের সঙ্কট দেখা দেয়।


অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-সিলেট অঞ্চলের একজন দায়িত্বশীল কর্মকর্তা নয়া দিগন্তকে জানান, ডোমেস্টিক রুটে বাংলাদেশ বিমানের টিকিটের মূল্য তুলনামূলক কম থাকলেও ইউএস বাংলা ও নভোএয়ারের টিকিট মূল্য একটু বেশি। বিষয়টি তারা এয়ারলাইন্স কতৃপক্ষের নজরে আনবেন বলে জানান ওই কর্মকর্তা।
পরিবহন শ্রমিকদের একটি সূত্র জানায়, সিলেট-ঢাকা মহাসড়কের সিলেট-হবিগঞ্জ অংশে বেশ কিছু এলাকার রাস্তা ভাঙাচোরা। যে কারণে সিলেট কিংবা ঢাকা থেকে ছেড়ে আসা বাস সময়মতো গন্তব্যে পৌঁছতে পারে না। কোনো কোনো সময় ১২-১৩ ঘণ্টাও লেগে যায়। এ কারণে অনেকে সময় বাঁচাতে ঝুঁকছেন বিমান টিকিটের প্রতি।

 


আরো সংবাদ



premium cement
সিটি গ্রুপের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী আজ জাহাজকর্মচারী ইরফানই খুনি : র‌্যাব গাংনীতে বোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার চায় কিবরিয়া ও সবুজের পরিবার গাজীপুরে আগুনে পুড়ে গেছে ৫৭ ঘর নূরানী কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফল প্রকাশ ঘূর্ণিঝড় চিডোর আঘাতে মায়োটেতে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ দেশে কুয়াশাসহ মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে : আবহাওয়া অধিদফতর কামালপুর যুদ্ধের দুই বীর মুক্তিযোদ্ধাকে জামালপুর সমিতির সম্মাননা পাকিস্তানের প্রেসিডেন্টের কা‌ছে নবনিযুক্ত বাংলাদেশী দূতের পরিচয়পত্র পেশ বিশ্বে ক্ষুধার্ত মানুষ বাড়ছে, কমছে ধনী দেশের সাহায্য

সকল