২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
ওয়ারী থানা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

আওয়ামী লীগসহ তাদের সহযোগী সব দল ও সংগঠন নিষিদ্ধ করতে হবে : মো: নূরুল ইসলাম বুলবুল

ওয়ারী থানা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে বক্তব্য রাখছেন নুরুল ইসলাম বুলবুল : নয়া দিগন্ত -

আওয়ামী লীগসহ তাদের সহযোগী সব দল ও সংগঠন নিষিদ্ধ করতে হবে দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল বলেন, শুধু ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন নয়; আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু পরিষদসহ আওয়ামী লীগের সহযোগী সব দল ও সংগঠনকে গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে হবে। সোমবার রাতে ঢাকা মহানগরী দক্ষিণের ওয়ারী থানা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা ও আসিফ নজরুলসহ অন্য রাজনৈতিক দলের নেতাদের মামলা প্রত্যাহার হলেও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা এ টি এম আজহারুল ইসলামসহ রাজনৈতিক নেতৃবৃন্দের মামলা কেন প্রত্যাহার হয় না প্রশ্ন রেখে মো: নূরুল ইসলাম বুলবুল অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, কোনো দল বা বিদেশী কোনো রাষ্ট্রের চাপে যদি জন-আক্সক্ষাকার বাইরে কাজ অব্যাহত থাকে তবে ছাত্র-জনতা আবারো মাঠে নামবে। তাই জন-আক্সক্ষাকার বাইরে কোনো কাজ না করতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে বিচারিক হত্যা করার মাধ্যমে ওই ট্রাইব্যুনালের আওয়ামী দলীয় বিচারক, প্রসিকিউটর ও সাক্ষীরা মানবতাবিরোধী অপরাধ করেছে। তাদের সবাইকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। রাষ্ট্রের সব প্রতিষ্ঠান থেকে আওয়ামী লীগের দোসরদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রতিটি হত্যা, খুন, গুমের ঘটনার সাথে জড়িতদের বিচার করা হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে দেশে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা প্রসঙ্গে বলেন, এ দেশে মুসলিম-অমুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির যেই অটুট সেটি অব্যাহত রেখে সব ধর্মের মানুষকে নিরাপদে ও স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালনের নিশ্চয়তা রাষ্ট্র কর্তৃক প্রদান করা হবে। রাষ্ট্রের কাছে সবাই নাগরিক হিসেবে সমান অধিকার ও মর্যাদা লাভ করবে। তাই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় দলমত ধর্মবর্ণ নির্বিশিষে নাগরিক হিসেবে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান মো: নূরুল ইসলাম বুলবুল।

ওয়ারী পশ্চিম থানা আমির মো: মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে মুহাম্মদ দেলোয়ার হোসাইন সাঈদী, মুহাম্মদ কামাল হোসাইন ও ড. মুহাম্মদ আবদুল মান্নান এবং ঢাকা মহানগরী দক্ষিণের অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসান।
বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ মাঠ প্রাঙ্গণে ওয়ারী পশ্চিম থানা সেক্রেটারি হাফেজ মাওলানা ফারুক হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য আবদুস সাত্তার সুমন, গেন্ডারিয়া পশ্চিম জোন সহকারী ইনচার্জ মীর বাহার আমিনুল ইসলাম, গেন্ডারিয়া পশ্চিম থানা আমির কামরুল ইসলাম, ওয়ারী পূর্ব থানা আমির মোহতাছিম বিল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি ইকবাল হোসেন, ওয়ারী থানা শিবির সভাপতি আবু ইউসুফ, বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ শাখা শিবির সভাপতি সাইফুল্লাহ মাকসুদ, জামায়াতে ইসলামী সমর্থিত ৩৮ নম্বর ওয়ার্ড কমিশনার প্রার্থী জাকির হোসেন, ওয়ারী দক্ষিণ থানা সেক্রেটারি কামরুজ্জামান পলাশ প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে আব্দুস সবুর ফকির বলেন, ওয়ারী অঞ্চল মাদকের কারখানা, সন্ত্রাসের আবাস্থল। এক দল, এক ব্যক্তি এই মাদক আর সন্ত্রাসের গডফাদার ছিল। ছাত্র-জনতা ওই দলকে, ওই ব্যক্তিকে দেশছাড়া করেছে; তবে মাদক আর সন্ত্রাস মুক্ত হয়নি। মাদক আর সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে ভোট দিতে হবে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে এ দেশ মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্য মুক্ত হবে।
সম্মেলনের অন্যতম বিশেষ অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জামায়াতে ইসলামী চার দফা কর্মসূচির মাধ্যমে জনগণের দাবি আদায়ের কার্যক্রম চালিয়ে আসছে। জামায়াতে ইসলামী সুদমক্ত অর্থনীতি গড়ে তুলেছে; কিন্তু আওয়ামী লীগ আমাদের প্রতিষ্ঠা করা সেই ব্যাংকসহ দেশের সব ব্যাংক-বীমা লুটপাটের মাধ্যমে বিদেশে পাচার করে নিয়ে গেছে। তিনি আরো বলেন, ইসলামের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচিত করতে না পারলে এ দেশের মানুষকে আবারো জীবন ও রক্ত দিতে হবে। শান্তি আসবে না। শান্তির জন্য ইসলামের পক্ষে ভোট দিতে হবে। জামায়াতে ইসলামী এ দেশ পরিচালনার দায়িত্ব পেলে দুই টাকাও দুর্নীতি হবে না উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী সত্যিকার অর্থে বাংলাদেশকে বিশ্বের বুকে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠত করবে। জামায়াতে ইসলামীর অতীতের কর্মকাণ্ড মূল্যায়ন করে তিনি আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষে সমর্থন দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement
রাজধানীর ফুটপাথ পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিখোঁজের ৪ দিন পর কেন্দ্রীয় সহসমন্বয়ক খালেদ ফিরেছেন মোহাম্মদপুরে বাস মালিককে হত্যা উত্তরায় এপিবিএনের সামনে ট্রাক চাপায় অজ্ঞাত ব্যক্তি নিহত দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় জনগণ বিক্ষুব্ধ চাঁদপুরে জাহাজে ৭ খুনের মোটিভ শিগগিরই জানতে পারবো : স্বরাষ্ট্র উপদেষ্টা উন্নয়ন কর্মসূচিতে বড় কাটছাঁট বিচার বিভাগ পৃথকীকরণ ও পৃথক সচিবালয় গঠনে অগ্রগতি নেই সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে মজবুত করার আহ্বান রাষ্ট্রপতির খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেয়ার প্রস্তুতি চলছে স্বৈরশাসক সরিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা

সকল