সাবেক এমপি হেনরী ও তার স্বামীর ব্যাংক হিসাবে পৌনে ৪ হাজার কোটি টাকা!
- সিরাজগঞ্জ প্রতিনিধি
- ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩৯
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক এমপি ড. জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদারের ৪৯টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় তিন হাজার ৮৯৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া প্রায় ৭৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনেরও প্রমাণ পেয়েছে দুদক। এ জন্য দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল-মাহমুদ ও শাহ আলম সেখ বাদি হয়ে মামলা দু’টি দায়ের করেন। গত সোমবার পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শহিদুল আলম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৫ নভেম্বর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ড. জান্নাত আরা হেনরী, তার স্বামী ও মেয়ের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত। গত ২০ আগস্ট হেনরীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয়। পরে গত ১ অক্টোবর মৌলভীবাজার থেকে স্বামীসহ তাকে গ্রেফতার করা হয়।
এজাহার সূত্রে জানা গেছে, সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৫৭ কোটি ১৩ লাখ সাত হাজার ২২৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। অন্য দিকে তার স্বামীর অবৈধ সম্পদের পরিমাণ ২০ কোটি ৪৭ লাখ ৩৩ হাজার ২১৫ টাকা। অবৈধভাবে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে ৩৫টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দুই হাজার দুই কোটি ৬৬ লাখ ৫৭৭ টাকা ও ১৩ কোটি ৭৮ লাখ ৪৬ হাজার মার্কিন ডলারের (প্রতি ডলার ১১৫ টাকা হিসাবে প্রায় এক হাজার ৫৮৫ কোটি টাকা) সন্দেহজনক লেনদেন করেছেন হেনরী।
আওয়ামী লীগের প্রভাবশালী নেত্রী হেনরী সোনালী ব্যাংকের পরিচালক থাকাকালে অনিয়ম ও দুর্নীতিসহ ক্ষমতার অপব্যবহার করেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে। অন্য এজাহারে বলা হয়, আসামি মো: শামীম তালুকদার (লাবু) তার স্ত্রী জান্নাত আরা হেনরীর অপরাধলব্ধ অর্থ দিয়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন। ১৪টি ব্যাংক হিসাবে ৩০৬ কোটি ৬৭ লাখ ৬৯ হাজার ৮৬০ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন শামীম তালুকদার। ফলে তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, দুর্নীতি দমন কমিশন আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে।
প্রায় দেড় দশক আগে সাবেক এ এমপির বার্ষিক আয় ছিল এক লাখ ২২ হাজার এবং ব্যয় ছিল ৮০ হাজার টাকা। তখন তার সম্পদের পরিমাণ ছিল ছয় লাখ ৩৪ হাজার ৫০০ টাকার। এখন তার সম্পদ বেড়ে হয়েছে ৫৬ কোটি আট লাখ ৯৫ হাজার ৬০২ টাকা। হেনরীর সম্পদের বাজারমূল্য প্রায় ৩০০ কোটি টাকা। ২০০৮ সাল থেকে গত প্রায় সাড়ে ১৫ বছরে হেনরীর সম্পদ ৮৮৪ গুণ বেড়েছে। একই সময়ে তার স্বামী শামীম তালুকদার লাবুর সম্পদ বেড়েছে ১৩৬ গুণ।
সিরাজগঞ্জে হেনরী ও তার স্বামীর ১৬টি বাড়ি, দু’টি রিসোর্ট, একটি গরুর খামারসহ কয়েক হাজার শতাংশ কৃষি ও অকৃষি জমি রয়েছে। হেনরীর রয়েছে অন্তত ৯টি বিলাসবহুল গাড়ি। ঢাকার মিরপুরে ফ্ল্যাট ও জমি আছে। আছে ১০০ ভরি স্বর্ণালঙ্কার। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হেনরী সিরাজগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন ও তার স্বামী শামীম তালুকদার লাবু জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।