শেখ হাসিনাকে সমর্থনকারী শিক্ষকদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের দাবি ঢাবি সাদা দলের
- ঢাবি প্রতিনিধি
- ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩৭
ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণহত্যায় সমর্থনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।
গত সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খানের হাতে এই স্মারকলিপি তুলে দেন সাদা দলের শিক্ষকরা। এতে সাদা দলের পক্ষ থেকে সংগঠনের কো-কনভেনার অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও অধ্যাপক আবদুস সালাম ওই স্মারকলিপি প্রদান করেন।
এতে বলা হয়, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বিগত দেড় দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রশাসন মেধা ও যোগ্যতাকে উপেক্ষা করে দলীয় বিবেচনায় বহু শিক্ষক নিয়োগ দিয়েছে। এসব নিয়োগের বিরুদ্ধে সে সময় অনেক বিভাগ থেকে প্রতিবাদ করা হলেও প্রশাসন এর কোনোটিই আমলে নেয়নি। মেধাবীদের বঞ্চিত করে দলীয় নিয়োগের বিষয়ে সে সময়কার সংবাদপত্রেও অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। বিগত আওয়ামী শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তবুদ্ধি চর্চার পরিবেশকেও মারাত্মকভাবে বাধাগ্রস্ত করা হয়েছিল। ভিন্ন মতের শিক্ষক-শিক্ষার্থীদের হয়রানি, নিপীড়ন, নির্যাতনের অসংখ্য ঘটনার নজির আমাদের জানা আছে। মিথ্যা অভিযোগ ও লঘু অপরাধে সাদা দল সমর্থক শিক্ষকদের চাকরিচ্যুতির একাধিক ঘটনার কথাও সবাই জানেন। কিন্তু নীল দল সমর্থক শিক্ষকদের গুরু অপরাধেও শান্তি না দিয়ে পুরস্কৃত করার দৃষ্টান্তও রয়েছে। এসবের প্রতিকার হওয়া প্রয়োজন বলে সাদা দল মনে করে।
স্মারকলিপিতে আরো বলা হয়, গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় নীল দল সমর্থক শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গণহত্যাকারী ফ্যাসিস্ট পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে গেছে। শেখ হাসিনা সরকারের পতনের দুই দিন আগে ৩ আগস্ট ২০২৪ তারিখ তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জ্ঞাপন ও তার প্রতি সমর্থন জানায়। এর আগে নীল দল সংবাদ সম্মেলন করে ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করে প্রকারান্তরে খুনি হাসিনাকে গণহত্যায় উৎসাহিত করে। শুধু তা-ই নয়, ৩ আগস্ট সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত এক সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারাসহ আওয়ামী সমর্থক কতিপয় শিক্ষক উপস্থিত থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে সমর্থন এবং তার গণহত্যাকে সমর্থন করে। এসব কারণে সাদা দল এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে প্রত্যাখ্যান করেছে।
স্মারকলিপিতে উল্লেখ করা সাদা দলের দাবিগুলো হলো : বিগত আওয়ামী শাসনামলে দেড় দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিতর্কিত ও দলীয় বিবেচনায় যেসব শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে তদন্তসাপেক্ষে সেগুলো বাতিল করা। গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী গণ-অভ্যুত্থান দমনে গণহত্যা চালানো ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থনকারী শিক্ষকদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। গত ৩ আগস্ট গণভবনে অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং নীল দলের যেসব শিক্ষক নেতা তৎকালীন প্রধানমন্ত্রীর গণহত্যাকে সমর্থন ও তাকে উৎসাহিত করেছিলেন, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা। বিশ্ববিদ্যালয়ে প্রশাসনে কর্মরত ফ্যাসিস্টের দোসর হিসেবে পরিচিতদের অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া এবং দেশে বিরাজমান পরিস্থিতিতে শিক্ষক সমিতিসহ বিশ্ববিদ্যালয়ে কোন পর্যায়ে কোনো নির্বাচন না করা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা