২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জাবিতে ‘পাবলিক হেলথ জিনিয়াস’ অ্যাওয়ার্ড চালু

জাবিতে ‘পাবলিক হেলথ জিনিয়াস’ অ্যাওয়ার্ড চালু -

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ শিক্ষার্থীদের গবেষণা ও জনস্বাস্থ্য বিষয়ে উল্লেখযোগ্য অবদানের জন্য ‘পাবলিক হেলথ জিনিয়াস অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড প্রদান শুরু করেছে।
সোমবার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রমে উৎসাহিত করতে এবং জনস্বাস্থ্য সমস্যা সমাধানে তাদের অবদানকে স্বীকৃতি দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে। প্রতি বছর শিক্ষার্থীদের গবেষণাপত্রের সংখ্যা, মান, সাইটেশনের সংখ্যা এবং জনস্বাস্থ্য সমস্যার সমাধানে গবেষণার অবদান বিবেচনায় একজন শিক্ষার্থীকে ক্রেস্ট, সার্টিফিকেট এবং ২০ হাজার টাকার চেক প্রদান করা হবে।
জানা যায়, ২০২৪ শিক্ষাবর্ষে এ সম্মাননা পেয়েছেন বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। তার ১৭০টিরও বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে যেটি গুগল স্কলারে ১১ হাজারেরও বেশি সাইটেশন পেয়েছে। এ ছাড়াও তিনি কয়েকবার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির পৃথিবীর সেরা ২% বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছেন।
বিভাগের অধ্যাপক ড. তাজউদ্দীন সিকদার বলেন, ‘গবেষণায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং জনস্বাস্থ্য সমস্যা সমাধানে ভূমিকা রাখতে আমরা সবসময়ই কাজ করে যাচ্ছি। আবদুল্লাহ আল মামুনের এ অর্জন অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।’
বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহফুজা মোবারক বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা গবেষণায় আরো উদ্যমী হয়ে উঠুক, সে জন্য এ অ্যাওয়ার্ড চালু করা হয়েছে। ভবিষ্যতে এ উদ্যোগকে আরো সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে।

 


আরো সংবাদ



premium cement
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা গ্রেফতার অতিসত্বর নির্বাচন হওয়া দরকার : আমীর খসরু জেলখানায় হত্যা : শেখ হাসিনা ও জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন ডিএসইসি সদস্যদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত জবি ছাত্রদলের আহ্বায়ক হিমেল, সদস্যসচিব আরেফিন এমন একটি দেশ চাই যাকে কেউ ভাগ করতে পারবে না : জামায়াত আমির কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় আটক ৫ ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের দেখতে হাসপাতালে রিজভী জাতীয় ফুটবল দলকে আওয়ামীকরণ করে ধ্বংস করা হয়েছে : মেজর হাফিজ প্রাণিসম্পদ অধিদফতরের নতুন ডিজি আবু সুফিয়ান আ’লীগের মতো অপকর্ম করব না, বাংলাদেশ গড়ব : পিন্টু

সকল