২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

৩ দিন ধরে নিখোঁজ ঢাবি শিক্ষার্থী খালেদ

সহপাঠীদের মানববন্ধন
ক্যাম্পাসে ঢাবি আরবি বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন : নয়া দিগন্ত -

তিন দিন ধরে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খালেদ হাসান। এদিকে সন্তানের নিখোঁজে নির্বাক বাবা লুৎফর রহমান।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আয়োজনে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত এক মানববন্ধনে নিখোঁজ খালেদকে ফিরে পাওয়ার আকুতি জানান তারা বাবা।
লুৎফর রহমান বলেন, আমার ছেল বেঁচে আছে কি না জানি না! আমি জানি না তার বন্ধু আছে না শত্রু আছে। আমার দিন নাই, রাত নাই। আজকে এই অফিস, কালকে ওই অফিসে দৌড়াদৌড়ি করতেছি; কিন্তু কাজ হচ্ছে না। সে যেই অবস্থায় থাকুক ছেলেটাকে আপনারা উদ্ধার করে দেন।
আরবি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন খান বলেন, আমরা দেখেছি যারা জুলাই আন্দোলনে সক্রিয় ছিল তাদের অনেকের ওপর আক্রমণ করা হয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর ওপর ইতোমধ্যে হামলা করা হয়েছে। আমাদের খালেদ কয়েক দিন থেকে নিখোঁজ। আমরা অতিদ্রুত তার সন্ধান চাচ্ছি।
এতে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিম মাহমুদ শুভ তহমিনা বিনতে আমিন, মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে অংশ নেয়া বক্তারা খালেদকে অতিদ্রুত ফিরিয়ে দেওয়া না হলে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন।
মানববন্ধন শেষে রাজু ভাস্কর্য থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ভিসি চত্বর প্রদক্ষিণ করে কলা ভবনের মূল ফটকে এসে শেষ হয়।


আরো সংবাদ



premium cement