২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
ঢাকা সাংবাদিক গৃহসংস্থান সমবায় সমিতি

সভাপতি আউয়াল ঠাকুর সম্পাদক গাজী ইউসুফ

-

ঢাকা সাংবাদিক গৃহসংস্থান সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৪ গত ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। নির্বাচনে দু’টি প্যানেল অংশগ্রহণ করে। প্যানেল দুটি হলো- আউয়াল ঠাকুর-গাজী ইউসুফ পরিষদ ও আমিনুল হক-সায়াদাত হোসেন পরিষদ।
নির্বাচনে কর্মকর্তা পদে পাঁচটি ও নির্বাহী সদস্য পদে সাতটির মধ্যে আউয়াল ঠাকুর-গাজি ইউসুফ পরিষদে সভাপতি পদে আবদুল আউয়াল ঠাকুর, সহসভাপতি পদে এনায়েত হোসেন খান, সম্পাদক পদে গাজি মো: ইউসুফ, যুগ্ম সম্পাদক পদে মো: আবুল হাশেম মজুমদার, নির্বাহী সদস্য পদে মো: শাহাজাহান মজুমদার, আতিকুজ্জামান খানসহ ছয়টি পদে নির্বাচিত হয়েছেন। আমিনুল হক-সায়াদাত হোসেন প্যানেলে কোষাধ্যক্ষ পদে রফিকউদ্দিন, নির্বাহী সদস্য পদে সাবিয়া খন্দকার, হাসিনা আকতার, ইমতিয়াজ চৌধুরী গালিব, আবদুল হাদি ও মঈন উদ্দিন নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।

 

 


আরো সংবাদ



premium cement