২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জাতীয় হিফজুল হাদিস প্রতিযোগিতার পুরস্কার প্রদান

হিফজুল হাদিস প্রতিযোগিতা অনুষ্ঠানে শিক্ষার্থী ও বিচারকরা : নয়া দিগন্ত -

বাংলাদেশ কওমী ছাত্রপরিষদের উদ্যোগে ৬ষ্ঠ জাতীয় হিফজুল হাদিস প্রতিযোগিতা ২০২৪ -এর পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত ১৯ ডিসেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মাওলানা আসাদুজ্জামান নূর ও সদস্যসচিব হাফেজ আব্দুর রহিমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শায়খুল হাদিস মাওলানা আবু তাহের জিহাদী। প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন আল্লামা মুফতি দিলাওয়ার হোসাইন।
প্রধান বক্তা ছিলেন শায়খুল হাদিস মুফতি মুহিব্বুল্লাহ বাকী নদভী। বিশেষ অতিথি ছিলেন শায়খ আবু নোমান মাদানী এবং মুফতি আ.স.ম আল আমিন। এ ছাড়া উপস্থিত ছিলেন হাফেজ হেলাল উদ্দিন। মো: জাফর উল্লাহ, হাফেজ ইকরামুল হক, হাফেজ রেজাউল করিম শাফী।
প্রধান অতিথি তার আলোচনায় বলেন, আমি সত্যিই অভিভূত হিফজুল হাদিসের এরকম একটি সুন্দর উদ্যোগ বাংলাদেশ কওমী ছাত্রপরিষদ নিয়েছে এবং আমাদের ছাত্ররা অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে এসেছেন।
কওমী মাদরাসার শিক্ষার্থীরা অনেক পরিশ্রমী, মেধাবী এবং যোগ্যতাসম্পন্ন। এ সময় তিনি জেনারেল ও ইসলামী শিক্ষার মধ্যে পার্থক্য তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশ কওমী ছাত্রপরিষদের সকল কার্যক্রমের উত্তরোত্তর সমৃদ্ধি ও দায়িত্বশীলদের পরিশ্রম কবুলের জন্য আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন।
প্রধান বক্তা তার বক্তব্যে হিফজুল হাদিসের গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান সময়ে এ ধরনের আয়োজন আরো বেশি করা দরকার।
অনুষ্ঠানে প্রথম ৩ জনসহ মোট ৮ বিভাগের ২৪ জনকে পুরস্কৃত করা হয়। ১ম স্থান অধিকার করেন সিলেট বিভাগের প্রতিযোগী আব্দুল্লাহ আল নোমান, ২য় স্থান অধিকার করে সিলেট বিভাগের প্রতিযোগী যুবায়ের আহমদ, ৩য় স্থান অধিকার করে চট্টগ্রাম বিভাগের মো: আশরাফ গুফরান।
অনুষ্ঠান শেষে মেহমানদের মাধ্যমে ১ম স্থান, ২য় ও ৩য় স্থান অর্জনকারীকে যথাক্রমে নগদ ২৫,০০০/-, ২০,০০০/-, ১৫,০০০/- এবং ৪র্থ ও ৫ম স্থান অর্জনকারীকে যথাক্রমে ১২,০০০/- ও ১০,০০০/- এবং ৬ষ্ঠ থেকে ১০ম স্থান অর্জনকারী প্রত্যেককে নগদ ৫,০০০/- টাকা পুরস্কার প্রদান করা হয়।
এ ছাড়াও ১১তম থেকে ২৪তম প্রতিযোগীসহ সব প্রতিযোগীকে নগদ অর্থসহ ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement