২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইজতেমা ময়দানে তিন মুসল্লি নিহতের ঘটনায় মুয়াজ ৩ দিনের রিমান্ডে

-

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে তিন মুসল্লি নিহতের ঘটনায় গ্রেফতারকৃত মুফতি মুয়াজ বিন নূরকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত- রোববার দুপুরে তার রিমান্ড শুনানির পর বিচারক আলমগীর আল মামুন এ আদেশ দেন। মহানগর আদালতের পরিদর্শক মো: আহসান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে টঙ্গী পশ্চিম থানার পুলিশ মুফতি মুয়াজ বিন নূরকে ঢাকার খিলক্ষেতের বাসা থেকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে পরদিন শুক্রবার তাকে গাজীপুর আদালতে পাঠায় পুলিশ। বিচারক রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করে নূরকে আদালতে পাঠানোর নির্দেশ দেন। গতকাল রোববার রিমান্ডের উপর শুনানি হয়।
এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে এজলাসে নিয়ে আসেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে ইজতেমা ময়দানে মাওলানা জুবায়ের অনুসারীদের সাথে মাওলানা সাদ অনুসারীদের সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা সাদ কান্ধলভী অনুসারী ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েক শ’ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় হত্যামামলা করেন মাওলানা জুবায়ের অনুসারী এস এম আলম হোসেন।
ওই দিনের সংঘাতের পর ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে সব ধরনের সভা-সমাবেশ, অবস্থান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে মহানগর পুলিশ। অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। ইজতেমা ময়দান বর্তমানে প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।

 


আরো সংবাদ



premium cement