২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

খুলনায় হত্যাসহ চার মামলায় সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর

-

খুলনার পৃথক দুই আদালতে হত্যাসহ চারটি মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। গতকাল রোববার খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক তাকিয়া সুলতানা ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো: আলতাফ মাহমুদ এ নির্দেশ দেন।
সাবেক এই তারকা ফুটবলারকে দেখতে উৎসুক জনতা আদালত প্রাঙ্গণে ভিড় করেন। তাকে লক্ষ করে জনতা ভুয়া ভুয়া বলে স্লোগানও দেন। তাদের সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২২ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে ফুলতলা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আনোয়ার হোসেন বাবুর নেতৃত্বে প্রায় ২ হাজার নেতাকর্মী খুলনা মহানগরীর ডাকবাংলো মোড়ে দলের বিভাগীয় সমাবেশে যোগ দেয়ার জন্য ট্রলারযোগে রওয়ানা হয়। তাদের কিছু নেতাকর্মী চন্দনীমহল (কাঁটাবন) ঘাটে অবস্থান করছে, এমন সংবাদ পান ওই নেতা। বেলা সাড়ে ১১টার দিকে ট্রলার সেখানে পৌঁছানোর সাথে সাথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের ওপর শর্টগান, কাটা রাইফেল, বন্দুক, পিস্তল, রামদা, চাইনিজ কুড়াল, রড, জিআই পাইপ, চাপাতি, বোমা, লাঠিসোটা নিয়ে অতর্কিতে হামলা চালায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ২০২৪ সালের ৪ অক্টোবর আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি শেখ হেলালউদ্দিন ও আব্দুস সালাম মুর্শেদীসহ ২১৪ জনের বিরুদ্ধে দীঘলিয়া থানায় মামলা হয়। সালাম মুর্শেদী মামলার ৯ নম্বর আসামি।
মামলার বাদি বিএনপি নেতা কাজী আনোয়ার হোসেন বাবু মোবাইল ফোনে সাংবাদিকদের জানান, সেদিন আমরা শান্তিপূর্ণ সমাবেশে যোগ দেয়ার জন্য ট্রলারযোগে খুলনায় যাচ্ছিলাম। আসামিরা আমাদের ট্রলারে উঠে অমানবিক অত্যাচার করে। আমাদের লক্ষ্য করে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে। ইচ্ছামতো মারধর করে। আমাদের লক্ষ্য করে গুলি করতে থাকে। আমাদের অনেক নেতাকর্মী তাদের হামলা থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দেন। অনেককে মারধর করে নদীতে ফেলে দেয়া হয়।
উল্লেখ্য, গত ১ অক্টোবর রাতে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে আব্দুস সালাম মুর্শেদীকে র‌্যাব আটক করে।


আরো সংবাদ



premium cement
তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী চুরিতে মৃত্যুকে যাচাই-বাছাই ছাড়াই সাম্প্রদায়িক সহিংসতা বলে প্রচার পিটিআইয়ের অনুসন্ধান শুরু দুদকের রাস্তা অবরোধে দুর্ভোগে রোগীরা রাজধানীতে পুলিশে শৃঙ্খলা ফেরেনি, বেপরোয়া দুর্বৃত্তরা শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত ৩ মাসের মধ্যে শেষ হবে সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা ভোট দিতে চায় : ফখরুল সরকারের ছত্রছায়ায় রাজনৈতিক দল চায় না বিএনপি আরাকান আর্মির সাথে সরকার আলোচনা করতে পারে না : পররাষ্ট্র উপদেষ্টা সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ধর্মীয় নেতৃবৃন্দের সভায় ডা: শফিক পাঠ্যপুস্তক নিয়ে ষড়যন্ত্র ফাঁস

সকল