২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ছাত্র-জনতার গণ-আন্দোলনের থিমে সাজছে এবারের বাণিজ্যমেলা

-

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২৫ আগামী ১ জানুয়ারি শুরু হতে যাচ্ছে। রূপগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসি এফইসি) আয়োজন করা হচ্ছে এ মেলার। এবারের মেলার মূল আকর্ষণ- প্রবেশ গেটে থাকবে গত জুলাই আগস্টে ছাত্র -জনতার গণ-আন্দোলনের থিম। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে ইপিবির সহকারী পরিচালক ও বাণিজ্যমেলার সহকারী পরিচালক আবু হাসান বলেন, ১ জানুয়ারি থেকে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হবে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইইনূস সকাল ১০টায় মেলা উদ্বোধন করবেন বলে সম্মতি দিয়েছেন। প্রতি বছরই আন্তর্জাতিক বাণিজ্যমেলায় নতুন কিছু সংযোজন করা হয়। সে হিসেবে এবারের মেলায় মূল আকর্ষণ হচ্ছে গত জুলাই-আগস্টে গণ-আন্দোলনে ছাত্র-জনতার যে আত্মত্যাগ সেটি সামনে রেখে মেলা সাজানো হবে। শহীদদের প্রতি সম্মান জানাতে মেলা প্রাঙ্গণে শহীদ আবু সাঈদ কর্নার ও মীর মুগ্ধ কর্নার নামে দু’টি কর্নার থাকবে। একই সাথে যুবকদের জন্য একটি যুবক (ইয়ুথ) প্যাভিলিয়ন থাকবে। মেলায় ছোট-বড় মিলিয়ে প্যাভিলিয়ন ও স্টলের সংখ্যা ৩৬২টি। মেলায় প্যাভিলিয়ন ও স্টল, হোটেল, রেস্তোরাঁর কাজ ঢিমেতালে চলছে। কাজের অগ্রগতি ৩০ ভাগ। আর ১০ দিন পরই নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্যমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছর মেলার টিকিট অনলাইনে পাওয়া যাবে জানিয়ে তিনি আরো বলেন, এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা হয়েছে। ই-টিকিটিং হলে দর্শনার্থীরা মোবাইলে কিউআর কোড দেখিয়ে মেলায় প্রবেশ করতে পারবে।
গত বছরের মতো এ বছরও মেলায় প্রবেশমূল্য, প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা আর অপ্রাপ্তবয়স্কদের জন্য ২৫ টাকা। মেলায় দর্শনার্থীদের জন্য গত বছরের মতো এবারো স্পেশাল বিআরটিসির দ্বিতল ও ডাবল ডেকার বাস থাকছে। কুড়িল-বিশ্বরোড থেকে পূর্বাচল মেলা প্রাঙ্গণে ভাড়া থাকছে ৩৫ টাকা। গাড়ি পার্কিং ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে। তা ছাড়া নদীপথে ট্রলারেও মেলায় আাসার ব্যবস্থা রয়েছে।


আরো সংবাদ



premium cement