২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাবেক সচিব ইসমাইল ২ দিনের রিমান্ডে

-

যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানবন্দর থেকে সাবেক সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার রাতে তাকে আটকের পর বিমানবন্দর থানায় হস্তান্তর করে ডিবি পুলিশের একটি দল। পরে তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়। গতকাল শনিবার তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বিমানবন্দরের গোয়েন্দা সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশে বিমানবন্দর যান সাবেক সচিব ইসমাইল হোসেন। পরে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটকের পর ডিবি কার্যালয়ে নিয়ে তার পিসিপিআর যাচাই-বাছাই করা হয়। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন।
জানা গেছে, সরকার পরিবর্তনের পর বাধ্যতামূলক অবসর দেয়া হয় ইসমাইল হোসেনকে। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য এবং সাবেক সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তিনি খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।
বিমানবন্দর থানার ওসি মো: এরশাদ আহমেদ বলেন, টার্মিনাল থেকে শুক্রবার রাতে সন্দেহভাজন হিসেবে ইসমাইল হোসেনকে আটক করা হয়। পরে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
আদালত সূত্র জানায়, সাবেক সচিব ইসমাইল হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে আসেন সাবেক সচিব ইসমাইল হোসেন। পরে তাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপর ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে বিমানবন্দর থানার পুলিশ। আসামি পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ইসমাইল হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ডের আদেশ দেন।


আরো সংবাদ



premium cement