২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

৩ অভিনেত্রীর মাদক সংশ্লিষ্টতা তদন্ত করছে নারকোটিক্স

৩ অভিনেত্রীর মাদক সংশ্লিষ্টতা তদন্ত করছে নারকোটিক্স -

অভিনেত্রী তানজিন তিশা, সাফা কবির ও মুমতাহিনা চৌধুরী টয়ার মাদকসংশ্লিষ্টতা নিয়ে অনুসন্ধানে নেমেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (নারকোটিক্স)। ইতোমধ্যে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়েও প্রতিবেদন পাঠানো হয়েছে।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, ঘটনার সূত্রপাত গত ১৭ অক্টোবর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে ঘিরে। মাদক সম্পৃক্ততার অভিযোগে সেদিন ঢাকা বিমানবন্দরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দীপকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ সিসা, এমডিএমএ, এলএসডি, কুসসহ বেশকিছু মাদক জব্দ করা হয়। পরে নারকোটিক্সের একটি বিশেষায়িত টিম দীপকে দুই দিনের রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করে।
তদন্তকারীদের ভাষ্য, জিজ্ঞাসাবাদে দীপ মাদক সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করার পর তার মোবাইল ফোনের কললিস্ট ও হোয়াটসঅ্যাপ চ্যাটিং পরীক্ষা করা হয়। এতে তার হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিনেত্রী তানজিন তিশা, সাফা কবির, মুমতাহিনা চৌধুরী টয়া এবং সুনিধি নায়েক নামে কলকাতার একজন গায়িকার নামে সেভ করা কয়েকটি নম্বর থেকে নিয়মিত মাদকের অর্ডার দেয়ার প্রমাণ পাওয়া যায়। পরে যাচাই করে দেখা যায় সংশ্লিষ্ট নম্বরগুলো সাফা কবির এবং টয়ার নামেই রেজিস্ট্রেশনকৃত। তবে তানজিন তিশার নম্বরটির রেজিস্ট্রেশন রয়েছে তার মা উম্মে সালমার নামে। এর পরই তাদের মাদকসম্পৃক্ততা ঘিরে বিশেষ অনুসন্ধানে নামে নারকোটিক্স। এক কর্মকর্তা জানান, হোয়াটসঅ্যাপে পাওয়া চ্যাটিং রেকর্ডে দেখা গেছে, গত ২৩ এপ্রিল সাফা কবির তার মোবাইল নম্বর থেকে ৩টি এমডিএমএ অর্ডার দেন। আর ৫ সেপ্টেম্বর আরেক চ্যাটিংয়ে মাদকের অর্ডার দেন অভিনেত্রী টয়া। তানজিন তিশা এবং সঙ্গীতশিল্পী সুনিধি নায়েকেরও চ্যাটিং রেকর্ড রয়েছে। আর কথোপকথনে তাদের কেউ কেউ সাংকেতিক ভাষাও ব্যবহার করেছেন।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (নারকোটিক্স) সহকারী পরিচালক রাহুল সেন সাংবাদিকদের জানান, দীপকে গ্রেফতারের পর তার কাছ থেকে কয়েকজন প্রথম সারির অভিনেত্রী ও মডেলের মাদক-সম্পৃক্ততার প্রমাণ পেয়েছেন। এ বিষয়ে এখনো তদন্ত চলছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে গতকাল অভিযুক্ত তিন অভিনেত্রীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তানজিন তিশা, সাফা কবির ফোন ধরেননি। সবশেষে তাদের হোয়াটসঅ্যাপ বার্তা দিলেও তারা কোনো জবাব দেননি। তবে অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া নয়া দিন্তকে বলেন, ‘বিষয়টি যেহেতু তদন্তাধীন, তাই এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। বিচারের জন্য আল্লাহ আছেন। তিনিই সিদ্ধান্ত নেবেন’।

 


আরো সংবাদ



premium cement
ভারতে কারাভোগ শেষে ফিরল ১৫ বাংলাদেশী নারী-শিশু ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিভ্রান্তিকর : প্রধান উপদেষ্টার প্রেস উইং কত টাকা বেতন পান সুনীতা উইলিয়ামস? জার্মানির ক্রিসমাস বাজারে গাড়ির তাণ্ডবে নিহত ২, আহত ৬৮ গাজায় কী করবেন ট্রাম্প? সিরিয়ার নতুন নেতার গ্রেফতারে কোটি ডলার পুরস্কার প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ইউনূসসহ ২০ জন উপদেষ্টার উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের খবর ভুয়া এটিজেএফবি’র সভাপতি তানজিম, সাধারণ সম্পাদক বাতেন নির্বাচন ইস্যুতে সরকারকে চাপে রাখতে চায় বিএনপি আল আজহার শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান প্রফেসর ইউনূসের উপদেষ্টা হাসান আরিফ আর নেই

সকল