আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালীতে ৬০ কোটি ডলার এডিবির ঋণ
- বিশেষ সংবাদদাতা
- ১৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
দেশের আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করতে ৬০ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার সমান ১২০ টাকা ধরে বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ প্রায় সাত হাজার ২০০ কোটি টাকা। গার্হস্থ্য সম্পদ সংগ্রহ, সরকারি বিনিয়োগ প্রকল্পের দক্ষতা, বেসরকারি খাতের উন্নয়ন, রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগের সংস্কারে সহায়তা করে কাঠামোগত সংস্কারের প্রচার এবং স্বচ্ছতা ও সুশাসন বৃদ্ধি করতে সহায়তা করবে বলে জানিয়েছে এডিবি।
রাজধানীর শেরেবাংলা নগরস্থ অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) সম্মেলন কক্ষে গতকাল বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে এই ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রামের আওতায় এই ঋণচুক্তি হয়। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও এডিবির পক্ষে অফিসার্স ইন চার্জ জিংবো নিং এই ঋণচুক্তি সই করেন। ঋণচুক্তি অনুযায়ী এ কর্মসূচির পূর্বশর্তসমূহ এরই মধ্যে অর্জিত হয়েছে।
ইআরডি জানায়, অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়ের আওতাধীন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এবং যৌথমূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতর, পরিকল্পনা কমিশনের আওতাধীন কার্যক্রম বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়িতব্য। এ কর্মসূচিটির নীতি সংস্কারের উদ্দেশ্য হলো দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং বেসরকারি খাতের উন্নয়নে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারকরণ।
ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং বলেন, স্ট্রেংথেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রামের (সাবপ্রোগ্রাম ১) অধীনে ৬০ কোটি ডলার সহায়তা দেশীয় সম্পদ একত্র করতে, বিনিয়োগের জলবায়ু সক্ষম করতে, বাণিজ্য ও লজিস্টিক সহজতর করতে এবং স্বচ্ছতা ও সুশাসনের প্রচারে কাঠামোগত দুর্বলতা মোকাবেলায় সরকারকে সহায়তা করবে। তিনি বলেন, প্রোগ্রামের অধীনে সংস্কারের লক্ষ্য হলো আয়কর রাজস্ব ২৫ শতাংশ বৃদ্ধি করা এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) ৩০ শতাংশ বৃদ্ধি করা, উন্নয়ন প্রকল্পের ব্যয় ৩০ শতাংশ হ্রাস করা এবং সমাপ্ত প্রকল্পগুলোর গড় সময়সীমা ১৮ মাসে কমানো আগামী ২০২৭ সালের মার্চের মধ্যে করতে হবে জিয়াংবো নিং যোগ করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা