সুজানার পর কাব্যর লাশ মিলল পূর্বাচলের লেকে
- পূর্বাচল(নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ১৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের লেকে কলেজছাত্রী সুজানার লাশ উদ্ধারের পরদিন গতকাল বেলা ১১টার দিকে একই লেক থেকে বন্ধু শাহিনুর রহমান কাব্যর (১৬) লাশ উদ্ধার করা হয়েছে। কুড়িল বিশ্বরোড-ভুলতা সড়কের বৌরারটেক এলাকায় পূর্বাচলের ২নং সেক্টরের ৪নম্বর ব্রিজের নিচের লেক থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করে।
জানা গেছে, গত মঙ্গলবার সকালে পূর্বাচলের ওই লেক থেকে কলেজছাত্রী সুজানার (১৮) লাশ উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ। সে ঢাকার ভাষানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ও ঢাকার কচুক্ষেত এলাকার মৃত আব্বাস মিয়ার মেয়ে। সুজানার বন্ধু শাহিনুর রহমান কাব্য মিরপুরের বউবাজার এলাকার হারুনুর রশিদের ছেলে। কাব্য আদমজী ক্যান্টমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, পূর্বাচলের ২ নম্বর সেক্টরের ৪ নম্বর ব্রিজের নিচের লেক থেকে পানিতে ভাসমান অবস্থায় মঙ্গলবার সকালে থানা পুলিশ সুজানার লাশ উদ্ধার করে। এ সময় মোটরসাইকেলের একটি হেলমেট ও ছোট একটি ব্যাগ উদ্ধার করা হয়। বিকেলে জানতে পারেন নিহত সুজানার সাথে থাকা তার বন্ধু কাব্যকে খুঁজে পাচ্ছে না পরিবার। এ ঘটনায় কাফরুল থানায় একটি সাধারণ ডায়রিও করে কাব্যর পরিবার।
নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সুজানার লাশের সূত্র ধরে বুধবার পূর্বাচলের ২ নম্বর সেক্টরের ৪ নম্বর ব্রিজের নিচে লেকে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় অভিযান চালানো হয়। বেলা ১১টার দিকে ওই লেক থেকে নিখোঁজ কাব্যর লাশ ও তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে লেকের পানিতে পড়ে ডুবে গেলে সুজানা ও কাব্য মারা যায়।
কলেজছাত্রী সুজানার মা চম্পা বেগমের বরাত দিয়ে নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, গত সোমবার বিকেলে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বের হয় সুজানা। এরপর রাতে সে আর বাসায় ফেরেনি। মরদেহের সাথে উদ্ধার হওয়া মোটরসাইকেলের হেলমেটটি শনাক্ত করে পুলিশ। হেলমেটটি দশম শ্রেণীর শিক্ষার্থী কাব্যর বলে নিশ্চিত করেছে তার পরিবার।
কাব্যর মা সোনিয়া বেগম জানান, সুজানা ও কাব্য পরস্পর বন্ধু। সুজানার লাশ মিললেও নিখোঁজ ছিলেন কাব্য। এরপর বুধবার সকালে একই লেকের অপর পাশ থেকে কাব্যর লাশ উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, মঙ্গলবার সকালে কলেজছাত্রী সুজানার লাশ উদ্ধারের পর নিখোঁজ কাব্যর লাশ ও মোটরসাইকেল একই লেক থেকে উদ্ধার করা হয়েছে। তারা দু’জন বন্ধু ছিল। তারা মোটরসাইকেলে পূর্বাচলে ঘুরতে এসেছিল। অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে তারা ব্রিজের ওপর থেকে নিচে লেকের পানিতে ডুবে যায়। এটি একটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা