১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভোটার এলাকা পরিবর্তনে লাগাম টানার সুপারিশ

-

ভোটার এলাকা পরিবর্তনের ক্ষেত্রে অনিয়মরোধে ব্যক্তির ফেস ভেরিফিকেশনের সুপারিশ করেছে সংশ্লিষ্ট কমিটি। নির্বাচন কমিশনের (ইসি) এম. মাজহারুল ইসলামের নেতৃত্বে গঠিত ভোটার স্থানান্তর ও জাতীয় পরিচয়পত্র সেবা সহজিকরণ কমিটি এমন সুপারিশ করেছে। ঠিকানা পরিবর্তস নিরুৎসাহিত করতে আরো কিছু সুপারিশ করেছে কমিটি। এর মধ্যে রয়েছে ভোটার স্থানান্তরের জন্য ফি আরোপ করার বিষয়ও। জাতীয় পরিচয়পত্র সংশোধন/হারানো কার্ড উত্তোলনের ন্যায় ঠিকানা পরিবর্তনের বেলায়ও প্রতিবার ফি আরোপ করা যেতে পারে বলে মনে করে কমিটি। এতে করে বারবার স্থানান্তরের হার/প্রবণতা কমে আসবে। এ ছাড়াও একজন ভোটার সর্বমোট কতবার স্থানান্তর করতে পারবে এবং নির্বাচনকালীন সময় স্থানান্তর করতে পারবে কি না তা বিধির আওতায় আনা প্রয়োজন।

অন্য দিকে নির্বাচনের প্রার্থিতা থেকে বিরত রাখতে বা নিজস্ব ভোট ব্যাংক বাড়াতে দুষ্কৃতিকারীরা সম্ভাব্য প্রার্থী/ ভোটারের অজান্তে মাইগ্রেশন আবেদন দাখিল করে থাকে। ব্যক্তির অজান্তে যেন ভোটার স্থানান্তর না করতে পারে সেজন্য বর্তমানে আবেদনকারীকে সশরীরে উপস্থিত থেকে আবেদন দাখিল করতে হয়।
এ ছাড়া সুপারিশে বলা হয়, স্থানান্তর প্রক্রিয়া সহজ করার জন্য সশরীরে আবেদনের পাশাপাশি অনলাইনে আবেদন দাখিল করার সিস্টেম চালু করা যেতে পারে। এ ক্ষেত্রে অনলাইনে ব্যক্তির লাইভ ফেস ভেরিফিকেশন এবং ব্যক্তির আঙুলের ছাপ দিয়ে নিবন্ধিত সিম (যা এনআইডি ডাটাবেজে থাকবে) এর সমন্বয়ে ম্যাচিং-এর মাধ্যমে পরিচয় নিশ্চিত করে আবেদন দাখিল করার ব্যবস্থা করা যেতে পারে।
এর আগে কাজী হাবিবুল আউয়াল কমিশনও ভোটার এলাকা পরিবর্তনে কিছু বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছিল। তবে তারা সেগুলো বাস্তবায়নের আগেই পদত্যাগ করে গত ৫ সেপ্টেম্বর চলে যান।

 

 


আরো সংবাদ



premium cement
কুষ্টিয়ায় ট্রেন থেকে সাড়ে ৬ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার বৈষম্যবিরোধী আন্দোলনে আহতকে কাঠাল গাছে ঝুলিয়ে মেরে ফেলার হুমকি ইউপি চেয়ারম্যানের সাবেক এমপি ড. আবু রেজা মুহাম্মদ নদভী আটক মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার শ্রমিকদের অবহেলিত রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : সেলিম উদ্দিন মহাদেবপুরে যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠকসহ ৩ নেতাকে মারধর সিরিয়ায় ইসরাইলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ১২ বছর পর দামেস্কে আবার কার্যক্রম শুরু করল তুর্কি দূতাবাস দেশের মানুষকে নিরাপত্তা দেয়ার জন্য আমরাই যথেষ্ট : আসাদুজ্জামান রিপন

সকল