লোহাগাড়ার চুনতিতে ব্যতিক্রমী ‘ম্যারাথন’
- লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
- ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:৩৩
লোহাগাড়ার চুনতির নতুন প্রজন্মকে নিয়ে আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্যে একঝাঁক তরুণ ও প্রবীণদের নিয়ে চুনতি ডট কম তৃতীয়বারের মতো আয়োজন করল ম্যারাথন। গতকাল সকাল ৭টায় পাহাড় ও সমতলবেষ্টিত জনপদ চুনতির দৃষ্টিনন্দন ইসহাক মিয়া সড়কে অনুষ্ঠিত হয় এই ম্যারাথন।
এবারের আয়োজনে ৫ ও ১০ কিলোমিটার পাশাপাশি হাফ ম্যারাথন (২১.১) সংযোজন করা হয়। ডিজিটাল পদ্ধতিতে নির্ভুল রেজাল্টের চিফ টাইমিংয়ের ব্যবস্থা করা হয়।
দেশ-বিদেশের সেরা রানারদের অংশগ্রহণে অনুষ্ঠিত ম্যারাথনে বিভিন্ন ক্যাটাগরিতে আকর্ষণীয় প্রাইজমানি, ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়।
এবারের চুনতি ডট কম ম্যারাথন প্রতিযোগিতায় ২১.১ কিলোমিটার ক্যাটাগরিতে ১:২১:৩২ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন মো: ইমরান হাসান। ১:২৫:১৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় মোহাম্মদ সুজন, ১:২৬:১৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় মো: মঈনুল ইসলাম, চতুর্থ আব্দুল্লাহ আল নোমান।
ভেটেরান (২১ কিলোমিটার) ক্যাটাগরিতে ১:৪৭:৩৮ সময় নিয়ে প্রথম স্থান পান গৌর পদ সাহা, ১:৫৯:৫০ সময় নিয়ে দ্বিতীয় নেপাল চন্দ্র ভৌমিক। ১০ কিলোমিটার ক্যাটাগরিতে ০০:৩৬:৪৯ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান শরাফুল আলম, ০০:৩৮:২১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় মঈনুল আহমেদ ও ০০:৪১:৪১ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় মো: জাকির হোসেন, চতুর্থ মোহাম্মদ রানা, পঞ্চম মোহাম্মদ সাজ্জাদ হোসাইন। পাঁচ কিলোমিটার ক্যাটাগরিতে ০০:১৯:২২ সময় নিয়ে প্রথম মাহফুজুর রহমান, ০০:২০:০৫ সময় নিয়ে দ্বিতীয় আসাদুর রহমান এবং ০০:২১:১০ সময় নিয়ে শাহজাহান সাবিত তৃতীয় হন। ভেটেরান (১০ কিলোমিটার ক্যাটাগরি) ০০:৪২:৪৭ সেকেন্ড সময় নিয়ে আমিনুল রহমান প্রথম, ০০:৫২:১১ সময় নিয়ে মো: তোফাজ্জল হোসাইন দ্বিতীয় স্থান অধিকার করেন।
দৌড় শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের আনুষ্ঠানিক পদক এবং সম্মাননা প্রদান করেন মাসুদ খান এফসিএ এফসিএমএ, সাদিউল ইসলাম মুরাদ এফসিএ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হাসান, লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান, পরিকল্পনা কমিশনের অর্থনীতি বিশেষজ্ঞ ড. সুলতান হাফিজ রহমান, ম্যারাথন আয়োজক কমিটির আহ্বায়ক অর্থোপেডিক সার্জন চমেকের সহযোগী অধ্যাপক ডা: মাহমুদুর রহমান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা