১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফ্যাসিবাদবিরোধী আন্দোলন শুরু করে গেছেন মুফতি আমিনী : ইসলামী ঐক্যজোট

মুফতি ফজলুল হক আমিনীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় অতিথিরা : নয়া দিগন্ত -

এ দেশ থেকে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি, স্বৈরাচারী দূর না হলে দেশের অস্তিত্ব টিকবে না। সর্বপ্রথম ফ্যাসিবাদের মূলোৎপাটনে ভূমিকা পালন করে গেছেন মুফতি আমিনী (রহ.)। ফ্যাসিবাদের একটা পর্ব সমাপ্ত হয়েছে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে। তবে এই আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যেতে হবে। দেশের রন্ধে রন্ধে প্রতিষ্ঠিত সবধরনের ফ্যাসিবাদ উৎখাত করতে হবে।
গতকাল মুফতি ফজলুল হক আমিনীর ‘জীবন ও কর্ম’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। তারা বলেন, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে জেল খাটতে হয়েছে, তার ছেলেকে গুম করা হয়েছে। তাকে ২১ মাস গৃহবন্দী রেখে তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। মুফতি আমিনীর চেতনা সামনে রেখে আমদেরকে শপথ করতে হবে ইসলামের বিরুদ্ধে যদি কোনো বাতিল শক্তি চোখ রাঙিয়ে কথা বলে তার দাঁতভাঙা জবাব দিতে হবে ।
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে ও মুফতি সাখাওয়াত হোসাইন রাজীর আহ্বানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তেন এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা জসীম উদ্দীন, মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণের সেক্রেটারি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ, মাওলানা আতাউল্লাহ যুগ্মমহাসচিব বাংলাদেশ খেলাফত মজলিস, মাওলানা খলিলুর রহমান সেক্রেটারি মসজিদ মিশন, মাওলানা ফখরুল ইসলাম খেলাফত আন্দোলনের মহাসচিব, মাওলানা শরীফ মুহাম্মদ লেখক ও গবেষক, মাওলানা আবু তাহের জিহাদী, মাওলানা ফজলুর রহমান মুন্সী, মাওলানা আশরাফ মাহদী জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক, মাওলানা আব্দুল হাই ফারুকী, মাওলানা সিরাজুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধি, মাওলানা লিয়াকত আলী ফরিদপুর প্রতিনিধি, মাওলানা আবুল কালাম, মুফতি বুরহান উদ্দীন কাসেমী, মাওলানা বদরুল আলম, মাওলানা জহিরুল ইসলাম, মুফতি সামছুল আলম, মুফতি আনিছুর রহমান, মাওলানা তাসলিম আহমদ, মাওলানা জুনায়েদ গুলজার, মাওলানা বেলাল হোসাইন, মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা আক্তারুজ্জামান, মাওলানা আবুল খায়ের কুসমপুরী, মাওলানা হেদায়েতুল্লাহ গাজী, মাওলানা খোরশেদ আলম, মাওলানা আল আমীন মামুন, মাওলানা সাইম, মাওলানা আবুল হাশেম শাহী প্রমুখ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল