জাবি শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচারের দাবি
- জাবি প্রতিনিধি
- ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০৫
জুলাই বিপ্লবের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলাকারী ও হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে ‘গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের’ ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, গণ-অভ্যুত্থানের চার মাস ৭ দিন পেরিয়ে গেলেও জুলাই বিপ্লবে হামলাকারী ও তাদের মদদদাতাদের বিচার হয়নি। যেখানে আহত শিক্ষার্থীরা এখনো হাসপাতালে বেদনায় কাতরাচ্ছে, শরীরে স্পিন্টার নিয়ে যন্ত্রণা ভোগ করছে, সেখানে শিক্ষকরা বসে নিজেদের রাজনীতির সমীকরণ মেলাতে ব্যস্ত। আমরা এ শহীদ মিনার থেকে কোটাবিরোধী আন্দোলন শুরু করেছিলাম। ৫ আগস্ট এখান থেকেই শপথ নিয়ে ঢাকার উদ্দেশে লংমার্চ ঘোষণা করেছিলাম এবং স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছি। সেই একই জায়গা থেকে আবার জানিয়ে দিচ্ছি, আগামী ৭ দিনের মধ্যে হামলাকারীদের চিহ্নিত করে বিচার নিশ্চিত না করলে এবং তাদের বিরুদ্ধে মামলা না হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হবে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখার সভাপতি হারুনুর রশিদ রাফি বলেন, আমাদের ওপর যারা হামলা করেছে, আহত করেছে, শহীদ করেছে তাদের যদি প্রশাসন বিচারের আওতায় না আনে, তাহলে এ সন্ত্রাসীদের সাথে নিয়ে কোনো সরকারই দেশ সুষ্ঠুভাবে চালাতে পারবে না। ১৫ জুলাই যারা ক্যাম্পাসে হামলা চালায় এবং হত্যাকাণ্ড ঘটায়, সেদিন অসংখ্য শিক্ষার্থী শহীদ হওয়ার সম্ভাবনা ছিল। সেই ভয়ঙ্কর পরিস্থিতি আমরা সবাই দেখেছি। অথচ সেই হামলাকারী সন্ত্রাসীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনের উচিত ছিল দ্রুত তাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেয়া। আমাদের দাবি, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের দ্রুত গ্রেফতার করা হোক এবং হামলার সাথে জড়িত শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে দ্রুত ব্যবস্থা নেয়া হোক।