উল্লাপাড়ায় অস্ত্র ঠেকিয়ে ডাচ-বাংলা এজেন্টের ২৮ লাখ টাকা ছিনতাই
- উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
- ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০৫
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের ম্যানেজার এবং তার সহযোগীকে (ক্যাশ অফিসার) অপহরণ করে ২৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ম্যানেজার মামুন হোসেন এবং ক্যাশ অফিসার মিরাজ হোসেনকে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উল্লাপাড়া পৌর বাসটার্মিনালের পাশ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিহিত একদল অস্ত্রধারী মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে সন্ধ্যা ৭টার দিকে তাড়াশ উপজেলার হামকুরিয়া এলাকায় তাদের অচেতন অবস্থায় রেখে পালিয়ে যায় অপহরণকারীরা। পরে এলাকাবাসী উদ্ধার করে পুলিশকে জানায়।
উল্লাপাড়া ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের স্বত্বাধিকারী মীর আবদুল মান্নান জানান তার ম্যানেজার ও সহকারী ক্যাশ অফিসার বিকেলে ব্যাংকিং শেষে ২৮ লাখ টাকা নিয়ে উল্লাপাড়ার কয়রা, মোহনপুর ও উধুনিয়ার ডাচ বাংলার সাব-এজেন্টকে দিতে যাওয়ার পথে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিহিত একদল অস্ত্রধারী তাদের কে অপহরণ করে টাকা ছিনতাই করে। তিনি আরো জানান, তাদেরকে মারধর করে অচেতন অবস্থায় রেখে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর জানান, উল্লাপাড়া পৌর বাসটার্মিনালের পাশে থেকে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকে কর্মরত দু’জনকে অপহরণের ঘটনা ঘটেছে। অপরাধীদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্তের কাজ চলছে। তবে কত টাকা নিয়েছে এখনো জানা যায়নি।