আবু সাঈদের খুনিরা গ্রেফতার না হলে পুলিশকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে
- রংপুর ব্যুরো
- ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০৫
‘শহীদ আবু সাঈদ হত্যায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার করা না হলে রংপুরের পুলিশকে অবাঞ্ছিত ঘোষণা করার কথা জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা।’
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শহীদ আবু সাঈদ হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এই হুমকি দেয়া হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন সমন্বয়ক শামসুর রহমান সুমন, মো: রাকিব মুরাদ, রহমত আলি, ফাহিম ইয়ালমিন, আশিকুজ্জামান জয়, জাহিদ হাসান জয় প্রমুখ।
আবু সাঈদের বিভাগের শিক্ষার্থী সুমন সরকার বলেন, হত্যার চার মাস পেরিয়ে গেলেও মামলার এজাহারভুক্ত ছাত্রলীগের ৮৪ জনের এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সাবেক প্রক্টরকে গ্রেফতার করলেও আবু সাঈদ হত্যার সাথে সরাসরি জড়িত লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মণ্ডল আসাদ ও গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমানকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে পুলিশ।
সমন্বয়ক রহমত আলী বলেন, আবু সাঈদ হত্যায় জড়িতদের পুলিশ দ্রুত গ্রেফতার না করলে এই সংগ্রামী ছাত্র-জনতা রংপুরের পুলিশকে মেনে নেবে না। আমরা পুলিশের সব মহলকে বলে দিতে চাই যে, সেসব পুলিশ সন্ত্রাসীকে গ্রেফতার করা না হলে এই রংপুরের মাটিতে কোনো পুলিশের জায়গা হবে না। রংপুরে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
প্রসঙ্গত শহীদ আবু সাঈদ হত্যা মামলায় এখন পর্যন্ত মাত্র তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে এএসআই সৈয়দ আমীর আলী, কনস্টেবল সুজন চন্দ্র মোহন্ত, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম। এ ছাড়াও ঢাকায় গ্রেফতার আছেন আইজিপি আব্দুল্লাহ আল মামুন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা