হঠাৎ শীতে কাবু ছিন্নমূল খেটে খাওয়া মানুষ
- নিজস্ব প্রতিবেদক
- ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০৫
রাজধানীতে হঠাৎ শীতে কাবু ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। গতকাল সকাল থেকে ঘন কুয়াশার সাথে রয়েছে হিমেল বাতাসও। কুয়াশা আর শীতের প্রকোপে জবুথবু নগরবাসী। জীবিকার তাগিদে বাইরে বেরিয়ে একটু উষ্ণতার খোঁজে কেউ ভিড় করেছেন চায়ের দোকানে, কেউবা আগুনের কুণ্ডলী জ্বালিয়ে নিচ্ছেন তাপ। হঠাৎ শীতের আগমন এভাবেই বিপাকে ফেলেছে রাজধানীর স্বল্প ও নিম্ন আয়ের মানুষকে। গতকাল সকালে একবার সূর্যের দেখা মিললেও সারা দিন আর দেখা যায়নি। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় সারা দিন কুয়াশা দেখা গেছে নগরীর বিভিন্ন প্রান্তে। দুপুরের আগে সূর্যের দেখা না মেলার পূর্বাভাস আবহাওয়া অফিসের। বছর শেষের শীত এখন শৈত্যপ্রবাহে রূপ নিতে যাচ্ছে। যে কারণে হঠাৎ কমেছে উষ্ণতা। মৌসুমি বায়ুপ্রবাহ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বড়েছে শীতের অনুভূতি। এই ধারা আরো চার থেকে পাঁচ দিন চলবে বলেই জানা গেছে।
হঠাৎ অতিরিক্ত ঠাণ্ডায় নগরীর ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ চরম কষ্টে সময় কাটিয়েছেন। দিনের বেলা কিছুটা সহনীয় হলেও রাতে অসহনীয় কনকনে ঠাণ্ডায় তারা নির্ঘুম রাত পার করেন তারা। বিশেষ করে বয়স্ক ও শিশুরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে।
এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় হাড় কাঁপানো শীত পড়ছে। কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না। শীতের প্রকোপ আগামী চার দিনে আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদরা বলছেন, শীতের প্রকোপ আরো বাড়বে। আগামী শনি অথবা রোববার সারা দেশে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ঢাকাসহ দেশের উত্তরাঞ্চল আগামী দু-তিন দিন নিয়মিত কুয়াশার চাদরে ঢাকা থাকবে। গতকাল সকালে ঢাকার তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করেছে আবহাওয়া অফিস । বাতাসে ৯৩ শতাংশ আর্দ্রতা রেকর্ড করা হয়েছে। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গার দর্শনায় রেকর্ড হয়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর কাওরান বাজার, তেজগাঁও রেলস্টেশন, বিজয় সরণি, কমলাপুর রেলস্টেশন, শাহবাগ, টিএসসি, গুলিস্তান, মগবাজার, গাবতলী, হাইকোর্ট চত্বর, ফকিরাপুল এলাকার ফুটপাথ ঘুরে দেখা যায় অসংখ্য মানুষ ফুটপাথে খোলা আকাশের নিচে সময় কাটাচ্ছেন।
একজন রিকশাচালক জানান, সকালে স্কুল-কলেজ, অফিস এবং ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়া মানুষের কাছ থেকে আমাদের সারা দিনের অর্ধেক ইনকাম হয়ে যেত; কিন্তু এখন সকালে বসে থাকতে হচ্ছে, মানুষ পাওয়া যাচ্ছে না। শীতের কারণে মানুষ ঘর থেকে দেরিতে বের হয়। যার কারণে আয়েও টান পড়েছে। আর ঠাণ্ডা বাতাসে রিকশা চালাতেও কষ্ট হচ্ছে। বেশিক্ষণ রিকশা চালানো যাচ্ছে না।
অপর দিকে ঠাণ্ডার কারণে এই সাত সকালেই ফুটপাথ থেকে মানুষজনকে মাফলার-কানটুপি কিনতে দেখা গেছে। অনেক মার্কেটের সামনের ফুটপাথে মানুষকে মাফলার, কানটুপি কিনতে দেখা যায়। বিক্রেতারা বলেন, সকালে যারা ঘর থেকে বের হয়েছেন তাদের অনেকেই শীতের কাপড় কিনছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা