চসিকের সব ওয়ার্ডে খেলার মাঠ-শিশুপার্ক করতে চাই : ডা: শাহাদাত
- চট্টগ্রাম ব্যুরো
- ১২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
শিশুদের আনন্দময় শৈশব উপহার দিতে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ ও শিশুপার্ক গড়তে চান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন। এ পরিকল্পনার অংশ হিসেবে গতকাল দু’টি মাঠের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মেয়র ডা: শাহাদাত হোসেন। পর্যায়ক্রমে অন্যান্য ওয়ার্ডেও খেলার মাঠ ও শিশুপার্ক গড়তে চান মেয়র। এ দিন মহেশখালকে ঘিরেও একটি সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়া প্রকল্পগুলো হল- দুই কোটি ৭৮ লাখ ১৬ হাজার ৮৭৭ টাকা ব্যয়ে ২৬ নম্বর ওয়ার্ডের মহেশখালের সৌন্দর্যবর্ধন প্রকল্প, তিন কোটি দুই লাখ ৫৬ হাজার ৮৫৭ টাকা ব্যয়ে ৯ নম্বর ওয়ার্ডের ফিরোজশাহ মাঠের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্প এবং দুই কোটি ৭৪ লাখ ৫৬ হাজার ৮০০ টাকা ব্যয়ে ১১ নম্বর ওয়ার্ডের বহুরূপী মাঠের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্প।
উদ্বোধনকালে মেয়র ডা: শাহাদাত বলেন, আমার ইচ্ছা নগরীর ৪১টি ওয়ার্ডেই খেলার মাঠ, ওয়াকিং স্পেস ও শিশুপার্ক গড়ে তুলব। ফিরোজশাহ ও বহুরূপী মাঠ উন্নয়নের মাধ্যমে আমরা যুবসমাজকে শরীর চর্চার সুযোগ দিতে চাই, যা তাদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য অপরিহার্য।
তিনি বলেন, আমি চসিকের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্প নিচ্ছি নাগরিকদের সুস্থ বিনোদনসুবিধা বৃদ্ধিতে। এ ছাড়া অন্যান্য সরকারি সংস্থার সাথেও ভূমি বরাদ্দের জন্য যোগাযোগ করেছি। আগ্রাবাদ শিশুপার্ক, জিয়া শিশুপার্ক, বহদ্দারহাট স্বাধীনতা কমপ্লেক্স নগরবাসীর জন্য উন্মুক্ত করতে পদক্ষেপ নিয়েছি।
বিপ্লব উদ্যানে একটা স্ট্রাকচার করা হচ্ছিল, সেটি ভেঙে আমি গ্রিন পার্ক করার উদ্যোগ নিয়েছি। কারণ আমি দেখেছি শিশুদের খেলার অধিকার নিয়েও বৈষম্য তৈরি হয়েছে। টার্ফ গড়ে ওঠার কারণে অসচ্ছল ঘরের ছেলেরা খেলতে পারছে না। এ কারণে আমার ইচ্ছা প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ নিশ্চিত করা। শিশুদের খেলার মাঠে ফিরাতে পারলে মাদক সমস্যা, কিশোর গ্যাং কমে আসবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন- চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান, মাহমুদ শাফকাত আমিন, সহকারী প্রকৌশলী সজীব রেজা হক, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো: শরফুল ইসলাম মাহি, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী (মারুফ)সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আশকার দীঘি রক্ষার ঘোষণা
চট্টগ্রাম নগরীর ঐহিত্যবাহী আশকার দীঘি রক্ষা এবং সেখানে ওয়াকওয়ে তৈরির ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের মেয়র ডা: শাহাদাত হোসেন। একই সাথে চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী জাম্বুরি মাঠকে খেলার উপযোগী করারও ঘোষণা দেন তিনি।
চট্টগ্রামের উন্নয়নে বিভিন্ন নতুন উদ্যোগ ও পরিকল্পনা নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে গত মঙ্গলবার তিনি এ কথা বলেন।
জাম্বুরি মাঠ নিয়ে মেয়র বলেন, এই মাঠটিকে সম্পূর্ণ খেলার উপযোগী করার পরিকল্পনা করছি এবং সেখানে কোনো কমিউনিটি হল থাকবে না। এটি একটি উন্মুক্ত খেলার মাঠ হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা