১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের মৃত্যুবার্ষিকী পালিত

সাংবাদিক এরশাদ মজুমদারের কফিনে শ্রদ্ধা জানাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের কর্মকর্তারা : নয়া দিগন্ত -

সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের ৩৩তম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। এ উপলক্ষে গত সোমবার দুপুরে ঢাকার ধামরাইয়ের ভালুম আতাউর রহমান খান স্কুল ও কলেজ মাঠ প্রাঙ্গণে স্কুল ও কলেজের উদ্যোগে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক, বিশেষ অতিথি হিসেবে ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, সাবেক অধ্যক্ষ এম এ জলিল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামছুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, ঢাকা জেলা জামায়েতের নায়েবে আমির কাজী আব্দুল রউফ, ঢাকা জেলা মহিলা দলের আহ্বায়ক সাবিনা ইয়াসমিন, ধামরাই নবযুগ কলেজের অধ্যক্ষ নিয়ামুল কবির, ভালুম আতাউর রহমান খান উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দিন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আতাউর রহমান খান ছিলেন একজন আদর্শ রাজনীতিবিদ। তিনি ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধোত্তরকালে সকল প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। ১৯৪৬ সালে তিনি অবিভক্ত মুসলিম লীগের অন্যতম সহসভাপতি নির্বাচিত হন। মহান ভাষা আন্দোলনের সময় গঠিত সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির তিনি আহ্বায়ক ছিলেন। ১৯৫৪ সালের নির্বাচনে বিজয়ী যুক্তফ্রন্টের সংসদীয় দলের নেতা এবং পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এরপর এরশাদের শাসনামলে তিনি ৯ মাস প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।


আরো সংবাদ



premium cement
‘আপত্তিকর ভাষা’ ব্যবহারে শাস্তি পেলেন জোসেফ শ্রীমঙ্গলে হত্যা মামলায় প্রেমিক গ্রেফতার জামায়াত নেতা কাজী ফজলুল করিমের মৃত্যুতে ড. রেজাউল করিমের শোক প্রকাশ বাংলাদেশের স্বার্থ রক্ষায় দেশের মানুষকে সাথে নিয়ে মাঠে থাকব : মুন্না আমতলীতে ব্যবসায়ীকে আত্মহত্যার প্ররোচনায় জড়িতদের বিচার দাবি সিরিয়া নিয়ে আশা ও শঙ্কা ইসরাইলের সিরিয়ায় বাশারের পতনে ইসরাইল কতটুকু লাভবান অস্ত্র ব্যবহার করতে পারবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ৫৭৯ কর্মকর্তা লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহত ৫ এ দেশে রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই রাজনীতি করতে হবে : সেলিম উদ্দিন এখন সময় শান্তি ও স্থিতিশীলতার : অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

সকল