১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চট্টগ্রামে জেলা ও উপজেলা পর্যায়ে এবার বিজয়মেলা হবে ১ দিন : ডিসি

-

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম বলেছেন, মহান বিজয় দিবস উপলক্ষে জেলার রাউজানসহ বিভিন্ন উপজেলায় বিজয়মেলা আয়োজন নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। দাঙ্গা-হাঙ্গামা করে মেলা করার প্রয়োজন নেই। রাউজান কলেজ মাঠে মাসব্যাপী বিজয়মেলা ঘিরে বিএনপির দু’পক্ষের মধ্যে মারামারি ও গোলাগুলির ঘটনা ঘটেছে। উভয় পক্ষের বিরুদ্ধে মামলা হয়েছে, চার্জশিট হয়েছে। বিজয়মেলা নিয়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হোক তা আমরা কখনো কামনা করি না। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শুধুমাত্র এক দিনব্যাপী বিজয়মেলা অনুষ্ঠিত হবে। কোনোভাবেই এক দিনের বেশি বিজয়মেলা হবে না এবং আর কোনো মেলার অনুমতি দেয়া হবে না। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন শুধুমাত্র তোপধ্বনি, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, জাতীয়সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন থাকবে।
গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাল্টিমিডিয়ার মাধ্যমে গত মাসের খাতওয়ারি অপরাধ চিত্র তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক।
সভায় জেলা পুলিশ সুপার (এসপি) রায়হান উদ্দিন খান বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিজয়মেলা হবে একদিন। এর ব্যত্যয় ঘটবে না। মেলায় চাঁদাবাজি, মাদক, ইভটিজিং, জুয়া খেলা ও কোনো ধরনের অনৈতিক কার্যকলাপ করতে দেয়া হবে না।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হকের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার (এসপি) রায়হান উদ্দিন খান, সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা: মোহাম্মদ নওশাদ খান, ডিজিএফআইয়ের উপপরিচালক কাজী রাজীব রুবায়েত, এনএসআইয়ের যুগ্ম পরিচালক শাহ সুফী নুর নবী, মেট্রো এনএসআইয়ের উপপরিচালক নূর মোহাম্মদ, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট (উপপরিচালক), কোস্টগার্ড, বিজিবি, র‌্যাব-৭ এর প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দফতরের প্রতিনিধিরা।


আরো সংবাদ



premium cement