১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিজয় দিবসে কনসার্ট আয়োজন করবে ‘সবার আগে বাংলাদেশ’

সবার আগে বাংলাদেশ অনুষ্ঠান নিয়ে সংবাদ সম্মেলনে কর্মকর্তারা : নয়া দিগন্ত -

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস সর্বজনীনভাবে উদযাপনের জন্য কনসার্ট আয়োজন করবে ‘সবার আগে বাংলাদেশ’ নামের সংগঠন।
গতকাল সকালে রাজধানীর গুলশান এভিনিউয়ের উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানী। তিনি বলেন, বিজয় দিবসে আমরা নতুন প্রত্যাশা নিয়ে, নতুনভাবে বাংলাদেশের জনগণ ও নতুন প্রজন্মের কাছে হাজির হবো। আগামী ১৬ ডিসেম্বর বেলা ৩টা থেকে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানী বলেন, গত ১৫ থেকে ১৬ বছর বাংলাদেশের মানুষ বিজয় দিবস উদযাপন করতে পারেনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নানা অত্যাচার, অনাচারের মুখে পড়তে হয়েছে। তাই জাতিকে একত্রিত করার মধ্য দিয়ে এবারের বিজয় দিবস পালনের উদ্যোগ নেয়া হয়েছে।
এ সময় পাকিস্তানকে বিদায় করার উদ্দেশ্য ভারতের গোলামি করার জন্য নয় উল্লেখ করে ‘সবার আগে বাংলাদেশ’-এর আহ্বায়ক বলেন, ভিনদেশী সংস্কৃতি বিদায় করতেই ‘সবার আগে বাংলাদেশ’ সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। পালিয়ে যাওয়া পক্ষ ভিনদেশের সাথে যুক্ত হয়ে যে ষড়যন্ত্র করছে, তা রুখতে সংগঠনটি কাজ করবে।
বিএনপির যুগ্ম মহাসচিব আরো বলেন, আমরা মহান বিজয় দিবসে কনসার্ট উদযাপন করব সর্বজনীনভাবে।
‘সবার আগে বাংলাদেশ’ একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আমরা দেশীয় কৃষ্টি ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে দেশের তরুণ, ছাত্র, যুবশক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানী বলেন, বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে দিল্লির আনুগত্য করার জন্য নয়। আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই।
তিনি জানান, বিজয় দিবসের কনসার্টে দেশের বাইরে থেকে কোনো শিল্পী আনা হবে না। দেশের খ্যাতিমান সঙ্গীতশিল্পীদের নিয়েই মহান বিজয় দিবস উদযাপন করা হবে।
সংবাদ সম্মেলনে ‘সবার আগে বাংলাদেশ’ সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন- বিএনপি মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমন, সাংবাদিক জাহিদুল ইসলাম রনি, সাংবাদিক এহসান মাহমুদ প্রমুখ।
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্টে এককভাবে গাইবেন- বিশিষ্ট সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার।
এ ছাড়া ব্যান্ড দল নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস সঙ্গীত পরিবেশন করবে। প্রসঙ্গত, ‘সবার আগে বাংলাদেশ’ নামের সংগঠনটি আজ আত্মপ্রকাশ করেছে।


আরো সংবাদ



premium cement
‘আপত্তিকর ভাষা’ ব্যবহারে শাস্তি পেলেন জোসেফ শ্রীমঙ্গলে হত্যা মামলায় প্রেমিক গ্রেফতার জামায়াত নেতা কাজী ফজলুল করিমের মৃত্যুতে ড. রেজাউল করিমের শোক প্রকাশ বাংলাদেশের স্বার্থ রক্ষায় দেশের মানুষকে সাথে নিয়ে মাঠে থাকব : মুন্না আমতলীতে ব্যবসায়ীকে আত্মহত্যার প্ররোচনায় জড়িতদের বিচার দাবি সিরিয়া নিয়ে আশা ও শঙ্কা ইসরাইলের সিরিয়ায় বাশারের পতনে ইসরাইল কতটুকু লাভবান অস্ত্র ব্যবহার করতে পারবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ৫৭৯ কর্মকর্তা লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহত ৫ এ দেশে রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই রাজনীতি করতে হবে : সেলিম উদ্দিন এখন সময় শান্তি ও স্থিতিশীলতার : অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

সকল