১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিচারক-কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগ তদন্তে রিট খারিজ

-

সারা দেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির অভিযোগ তদন্ত চেয়ে রিট আবেদন সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। সরকার পদক্ষেপ নিচ্ছে। পুরো ইস্যুটি পত্রিকার খবর নিয়ে। প্রতিবেদনে অনুসন্ধান প্রতিবেদনের কথা হয়েছে। অথচ এমন কোনো রিপোর্ট নেই বলে দুদক জানিয়েছে। শুনানি নিয়ে আদালত জনস্বার্থ মামলার মানদণ্ড পূরণ না করা ও কোনো সারবত্তা না থাকায় রিটটি সরাসরি খারিজ করে আদেশ দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো: আমিমুল এহসান জোবায়ের সোমবার (৯ ডিসেম্বর) জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে আইন মন্ত্রণালয়ের দুই সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, দুদক চেয়ারম্যান, সচিব ও মহাপরিচালককে বিবাদি করা হয়েছে।
গত ১৪ অক্টোবর একটি জাতীয় দৈনিকে ‘অবিশ্বাস্য সম্পদ অর্ধশত বিচারক-কর্মকর্তার’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদন রিটে যুক্ত করা হয়।
প্রতিবেদনে বলা হয়, বিচার বিভাগের অর্ধশতাধিক কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদের তথ্যপ্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তাদের অনেকেই অবৈধ উপায়ে শত শত কোটি টাকার মালিক হয়েছেন। কেউ কেউ আবার হাজার কোটি টাকার মালিক।
অনেকের আলিশান ফ্ল্যাট রয়েছে দেশে ও বিদেশে। কানাডার বেগমপাড়ায় বাড়ি কিনেছেন বেশ কয়েকজন। শত শত বিঘা জামির মালিকানা অর্জন করেছেন কয়েকজন।
দুদকের গোয়েন্দা শাখার গোপন অনুসন্ধানে বিচার বিভাগের ৫১ জনের দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। তাদের নামে-বেনামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্যও রয়েছে দুদকের কাছে।


আরো সংবাদ



premium cement