কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই দেশ বৈষম্যমুক্ত হবে
- চট্টগ্রাম ব্যুরো
- ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, আমাদেরকে আগামী দিনে ইসলাম, দেশ ও মানবতার জন্য কাজ করতে শক্তি ও যোগ্যতা অর্জন করতে হবে। ভালো মানুষের হাতে নেতৃত্বের ভার প্রদান করতে হবে, তাহলেই একটি বৈষম্যহীন ও ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে দেশ পুরোপুরি বৈষম্যমুক্ত হবে। তিনি বলেন, কুরআনের আদর্শ ছাড়া উত্তম সমাজ বা রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই আমাদেরকে ইসলামের সুমহান আদর্শ চর্চার মাধ্যমে আদর্শ মানবজীবন গঠনের জন্য কাজ করতে হবে। তিনি আদর্শিক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামের সুমহান আদর্শের দাওয়াতকে সব মানুষের কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানান।
যুব ফোরাম হালিশহর থানার উদ্যোগে ঐতিহাসিক বিডিআর মাঠে সিরাতুন্নবী সা: মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা এ বি এম ছিদ্দীকুল্লাহর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার। মাহফিলে প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অধ্যাপক প্রফেসর ড. বি এম মফিজুর রহমান আল আজহারী। বিশেষ ওয়ায়েজ ছিলেন প্রফেসর ড. মোস্তফা কামাল মাদানী। মাহফিল উদ্বোধন করেন হালিশহর যুব ফোরামের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরে জাহান সিরাজী।
প্রধান বক্তা সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, একমাত্র নবী মুহাম্মাদ সা: আল্লাহ তায়ালার সাথে দিদার করেছেন। আল্লাহ তায়ালার সাথে সাক্ষাতে ১৪টি দফা নিয়ে আসেন। কিভাবে রাষ্ট্র চালাবেন, মানুষ কিভাবে সুখী সমৃদ্ধশালী হবে, বৈষম্যহীনভাবে কিভাবে বসবাস মানুষ করবে আল্লাহ তায়ালা এসব দফা আমাদেরকে দিয়েছেন।