২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভারত কারো সাথে বন্ধুত্ব করতে পারে না : রিজভী

ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়ে রাজধানীর এ্যালিফেন্ট রোডে আমরা বিএনপি পরিবারের দেশীয় পণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন অ্যাড. রুহুল কবির রিজভী : নয়া দিগন্ত -

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের ক্ষমতাসীন দলের কিছু উগ্রবাদী নেতার বক্তব্য বিদ্বেষমূলক ও বাংলাদেশবিরোধী। ওরা বিদ্বেষপরায়ণ, বাংলাদেশের মানুষকে পছন্দ করে না, ওরা বাংলাদেশবিরোধী। ভুটান তাদের (ভারত) সাথে নেই, নেপাল নেই, পাকিস্তান তাদের সাথে নেই, শ্রীলঙ্কা নেই, ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র মালদ্বীপও তাদের সাথে নেই। ওরা কারো সাথে বন্ধুত্ব করতে পারে না।’
ভারতীয় হাইকমিশন অভিমুখে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্র দলের যৌথ প্রতিবাদী পদযাত্রা কর্মসূচির উদ্বোধনকালে গতকাল সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন।
ভারত নিজেদের সেক্যুলার দাবি করলেও ভেতরে ভেতরে তারা কট্টর হিন্দুত্ববাদী। এ সময় চট্টগ্রামের আদালত এলাকায় আইনজীবী হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, মারা গেল তো বাংলাদেশের মানুষ। একজন আইনজীবী, একজন মুসলিম তাকে মেরে ফেলা হলো কোনো কথা নেই। প্রতিদিন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে বলে ভারতের দিল্লী থেকে কলকাতা পর্যন্ত এই যে এক ভয়ঙ্কর মিথ্যা কথার বেষ্টনী তৈরি করে গোটা বিশ্বকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন, তাতে কোনো লাভ হবে না।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ভিসা বন্ধ করে বাংলাদেশের মানুষকে আসতে না দিয়ে আপনারা তো বাংলাদেশের মানুষের উপকার করেছেন। বাংলাদেশের মানুষ সেখানে গেলে ডলার খরচ হতো, বিলিয়ন বিলিয়ন ডলার পাচারও হতো। আর আমাদের ডলারগুলো এখন সেখানে (ভারতে) যাবে না।
‘যেসব খাদ্যপণ্য আমদানি করতাম, চাল, পেঁয়াজ, আদা এখন আমাদের মানুষ আরো শ্রম দিয়ে এসব বেশি করে উৎপাদন করবে উল্লেখ করে ভারত কেন বাংলাদেশের ইলিশের জন্য কাতর হয়ে থাকে সে প্রশ্নও তোলেন রিজভী।
যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি, সাধারণ সম্পাদক রাজীব আহসান, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বক্তব্য রাখেন।
পরে তিন সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী বারিধারা অভিমুখে পদযাত্রা শুরু করেন।

 


আরো সংবাদ



premium cement