০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

পালিয়ে যাওয়া ৭০০ বন্দীকে এখনো ধরা যায়নি : আইজি প্রিজন

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আইজি প্রিজন ব্রি. জেনারেল সৈয়দ মে: মোতাহার হোসেন : নয়া দিগন্ত -

জুলাই ও আগস্টের গণ-অভ্যুত্থানের সময় দেশের কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে এখনো ৭০০ জন পলাতক রয়েছেন। পলাতক ২ হাজার ২০০ জনের মধ্যে ১ হাজার ৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনো ৭০০ আসামি পলাতক রয়েছে। এর মধ্যে ৭০ জন জঙ্গি ও দণ্ডপ্রাপ্ত আসামি। এ তথ্য জানিয়েছেন কারা অধিদফতরের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। গতকাল বুধবার সকালে রাজধানীর পুরান ঢাকার কারা অধিদফতরে গত তিন মাসের কারাগারের পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক।

সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন বলেন, কারাগার থেকে এ পর্যন্ত আলোচিত ১৭৪ জন আসামিকে মুক্তি দেয়া হয়েছে। এর মধ্যে ১১ জন শীর্ষ সন্ত্রাসীও মুক্তি পেয়েছে। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতি-অনিয়মে জড়িত থাকার অভিযোগে চার কারা কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আরো কিছু অভিযোগ তদন্তাধীন। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
গত ১৯ জুলাই বিকেল সোয়া ৫টার দিকে নরসিংদী জেলা কারাগারে হামলা চালিয়ে অস্ত্র লুটের ঘটনা ঘটে।
এ সময় কারাগারে থাকা ৮২৬ জন বন্দী পালিয়ে যায়। নরসিংদীর কারাগারে এ হামলার ব্যাপারে প্রশ্ন করা হলে ব্রিগেডিয়ার মোতাহের বলেন, নরসিংদী কারাগারে হামলা ও আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় সেখানকার তৎকালীন জেলারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত করে গাফিলতি পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে সাবেক মন্ত্রী ও নীলফামারী-২ (সদর) আসনের সাবেক এমপি আসাদুজ্জামান নূরের ওপর হামলার ঘটনা ঘটেছে সম্প্রতি। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ মোহাম্মদ মোতাহের বলেন, কারারক্ষীরা সেখানে উপস্থিত ছিলেন।
তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়ার কারণেই ঘটনাটি বেশি দূর গড়ায়নি। তবে নিশ্চিতভাবে সেখানে নিরাপত্তার দুর্বলতা ছিল। কারা অধিদপ্তর বিষয়টি খতিয়ে দেখছে, যাতে পরে এ ধরনের ঘটনা না ঘটে।
কারাগারের লোগোতে নৌকাসহ অন্যান্য জিনিস রয়েছে উল্লেখ করে মহাপরিদর্শক বলেন, নানা মহলের দাবির পরিপ্রেক্ষিতে কারা অধিদফতরের লোগো পরিবর্তনে উদ্যোগ নেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement