ভারতীয় দূতাবাস অভিমুখে কাল ইনকিলাব মঞ্চের প্রতিবাদী র্যালি
- ঢাবি প্রতিনিধি
- ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, আজমির শরীফ দখলের ষড়যন্ত্র এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে ঢাকস্থ ভারতীয় হাইকমিশন অভিমুখে আগামীকাল শুক্রবার ভারতীয় দূতাবাসের অভিমুখে প্রতিবাদী র্যালি ও স্মারকলিপি প্রদানের ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ।
গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি।
তিনি বলেন, বাবরি মসজিদ ধ্বংসের দিনে আমরা আগামী শুক্রবার ৩টার দিকে গুলশান-২ সার্কেলে সমাবেত হবো। পরে সেখান থেকে শান্তিপূর্ণ র্যালি নিয়ে ভারতীয় অ্যাম্বাসিতে গিয়ে স্মারকলিপি জমা দেবো। কোনো এজেন্সি যদি উসকে দেয়ার চেষ্টা করে এবং স্যাবোটেজ করার চেষ্টা করে আমরা তাদের পুলিশে সোপর্দ করব। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কোনো মারামারি-হানাহানির দায় ইনকিলাব মঞ্চ নেবে না।
শরীফ ওসমান বিন হাদি বলেন, ‘আজমির শরীফ মুসলমানদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। সারা বিশ্ব থেকে মানুষ শ্রদ্ধাসহ ঘুরতে যায় এখানে। আজমির শরীফের স্থানে পূর্বে শিব মন্দির ছিল বলে সম্প্রতি ভারতের কোর্টে মামলা করা হয়েছে। আগামী ২০ ডিসেম্বর এই মামলার শুনানি হবে। বাবরি মসজিদের মতো ধীরে ধীরে ভারতের এই দখলদারিত্বের ষড়যন্ত্র এগিয়ে যাবে। তারপর একদিন তারা আজমির শরীফ ধ্বংস করার চেষ্টা করবে। আজমির শরীফ দখলের ষড়যন্ত্র এখনই যদি না থামে, আমরা ভারতের মানচিত্র নতুন করে ঠিক করব।
মঞ্চের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবির বলেন, ভারত তার সংখ্যালঘুদের উলঙ্গ করে রাস্তায় ঘুরায়, গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানদের পিটিয়ে হত্যা করে, মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করে, আর আমাদের তারা সম্প্রীতি শেখায়। আমরা বলে দিতে চাই, আমরা এখন থেকে ভারতের কাছ থেকে শিখব না, ভারতকে শিক্ষা দিব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা