৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
চক্রের তিন সদস্য গ্রেফতার

বেকার যুবকদের স্বপ্ন ভেঙে চাকরির প্রলোভনে প্রতারণা

-

টাঙ্গাইলের বেকার যুবক সুজন পাল। দীর্ঘদিন বেকার অবস্থায় জীবনযাপন করছিলেন। সম্প্রতি ফেসবুকে একটি পোস্টে দেখেন চাকরিপ্রত্যাশীদের জন্য স্বপ্ন চেইনশপে চাকরির সুযোগ রয়েছে। যোগাযোগ করতে একটি নম্বরও দেয়া হয়। তবে ওই নম্বরটি মূলত ড্রাগন শিল্ড সিকিউরিটি সলিউশন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর প্রতারক শাহীন রব্বানীর। তার সাথে যোগাযোগের পর সুজন পাল স্বপ্ন সুপারশপে চাকরি করবেন এমন স্বপ্ন বুনতে থাকেন। একপর্যায়ে ব্যাংক অ্যাকাউন্টের কথা বলে তার কাছে টাকা চাওয়া হলে কিছু টাকাও দেন প্রতারক শাহীন রব্বানীর কাছে। এরপর চাকরি দেয়ার নামে আরো টাকা চাওয়া হয়। তখন সুজন বুঝতে পারেন তিনি প্রতারকদের খপ্পরে পড়েছেন।
সুজন বলেন, আমার বাড়ি টাঙ্গাইলে। আমাকে স্বপ্নতে চাকরি দেয়া এবং ব্যাংক অ্যাকাউন্টের কথা বলে টাকা চাওয়া হয়। কিছু টাকা দিয়েছি, এরপর আরো চাওয়া হয়। আমার মতো অনেকে অফিসে এসে প্রতিনিয়ত টাকা দিচ্ছে বলে জানানো হয়। সরল বিশ্বাসে চাকরির আশায় আমরা অনেকে টাকাও দিয়েছি। পরে সবাই বুঝতে পারি শাহীন রব্বানী একজন প্রতারক। তাদের উপযুক্ত শাস্তির আশায় রাজধানীর উত্তরা পূর্ব থানায় মামলা করা হয়। ওই মামলায় গত বৃহস্পতিবার রাতে উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে শাহীন রব্বানী ও তার দুই সহযোগীকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার অন্যরা হলো- স্বপন দাস ও পারভেজ মোশারফ। এ সময় তাদের কাছ থেকে মোবাইল সিম, মানি রিসিপ্টসহ বেশ কিছু কাগজ জব্দ করা হয়।
পুলিশ জানায়, শাহীন রব্বানী ড্রাগন শিল্ড সিকিউরিটি সলিউশন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। বাকিরা তার অধীনে চাকরি করে। বেশ কিছুদিন ধরে এই চক্র ফেসবুকে কর্মী নিয়োগের প্রলোভন দেখিয়ে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে।
এ দিকে স্বপ্নর ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমের প্রধান মাসুম বিল্লাহ বলেন, ২০১৯ সাল থেকে এই চক্রটি অনলাইনের মাধ্যমে উত্তরা হাউজ বিল্ডিং, বাড্ডা, নতুনবাজার, মোহাম্মদপুর ও সাভার এলাকায় স্বপ্নর লোগো ব্যবহার করে চাকরির ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল। স্বপ্নতে যোগদান করতে কোনো অর্থ নয়, যোগ্যতা প্রয়োজন।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ মো: মুহিবুল্লাহ জানান, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে কৌশলে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে বিষয়টি আমাদের থানা জানতে পারে, এরপর ঘটনাস্থলে অভিযুক্তদের তথ্য-প্রমাণের ভিত্তিতে আটক করা হয়। রাজধানীর উত্তরা পূর্ব থানায় বৃহস্পতিবার রাতে এ ঘটনায় মামলা করা হয়।

 


আরো সংবাদ



premium cement