২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আল আজহার থেকে এমফিল ডিগ্রি পেলেন শিহাব উদ্দিন

-


মিসরের রাজধানী কায়রোতে গত সোমবার বাংলাদেশী শিক্ষার্থী মুহাম্মাদ শিহাব উদ্দীন আজহারীর এমফিল থিসিস ডিসকাশন সেমিনার অনুষ্ঠিত হয়।
আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক সায়েন্স অনুষদের অধীনে গবেষক মুহাম্মাদ শিহাব উদ্দীন আজহারীর লিখিত এমফিল থিসিসের সুপারভাইজার ছিলেন অধ্যাপক ড. খালিদ শাকির আতিয়াহ সুলাইমান হাফি:। তিনি উসুলুদ্দিন বিভাগের প্রধান অধ্যাপক ও ইসলামিক সায়েন্স অনুষদের হাদিসবিষয়ক অধ্যাপক।
অনুষ্ঠানে (মুনাকিশ) হিসেবে উপস্থিত হন ইসলামিক থিওলোজি অনুষদ, কায়রোর হাদিস বিভাগের অধ্যাপক ড. হিশাম ইবরাহিম ফারজ মুহাম্মাদ হাফি:।
দ্বিতীয় (মুনাকিশ) হিসেবে উপস্থিত ছিলেন ড. হাসান কামাল হাসান আল কছবী হাফি:। তিনি কুল্লিয়াতুদ দেরাসাতুল ইসলামিয়ার হাদিস বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক।

উল্লেখ্য, মুহাম্মাদ শিহাব উদ্দীন আজহারী দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা থেকে ২০১২ সালে দাখিল, ২০১৪ সালে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেন। ২০১৫ সালে সরকারিভাবে আল আজহার ইউনিভার্সিটির পক্ষ থেকে স্কলারশিপের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হন এবং ২০১৬ সালের ২০ এপ্রিল আল আজহার ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা অর্জনের জন্য যান। উসুলুদ্দিন অনুষদের হাদিস ডিপার্টমেন্ট থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে সফলতার সাথে চার বছর মেয়াদি অনার্স ডিগ্রি সম্পন্ন করেন। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে মাস্টার্সে (তামহিদি) ভর্তি হন। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে উসুলুদ্দিন অনুষদের হাদিস ডিপার্টমেন্ট থেকে জায়্যেদ জিদ্দান (গড় ৮৩ শতাংশ নম্বর) নাম্বার (এ+) পেয়ে সফলতার সাথে উত্তীর্ণ হন। অতঃপর ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ওই অনুষদের হাদিস ডিপার্টমেন্ট থেকে ১৫ আগস্ট ২০২৩ সালে এমফিল থিসিস রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। অতঃপর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে সেপ্টেম্বর মাসে এমফিল থিসিস ডিসকাশন অনুষ্ঠানের জন্য আবেদন করেন।
থিসিস ডিসকাশন শেষে সবার উপস্থিতিতে আল আজহার ইউনিভার্সিটির উসুলুদ্দিন অনুষদের হাদিস ডিপার্টমেন্ট থেকে সুপারভাইজার সর্বোচ্চ রেজাল্ট মুমতাজ ঘোষণা করেন।

রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ
রাজশাহী ব্যুরো জানায়, জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন উপলক্ষে এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। গতকাল বুধবার বিকেলে ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগরী শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
নগরীর রেলগেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে বক্তব্য রাখেন- ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক শফিউল্লাহ, মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুর রহমান, রাজশাহী মহানগর সভাপতি শিফাত আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি আবদুল মোহায়মেন ও রাজশাহী জেলা পশ্চিমের সভাপতি রমজান আলী। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইটসহ শিবিরের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

আইনজীবীদের মানববন্ধন
রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সাধারণ আইনজীবীর ব্যানারে সমিতির কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আদালত প্রাঙ্গণে আইনজীবীকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এ ঘটনাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে সনাতনীদের উসকানি দিচ্ছে।

খুলনায় শিবিরের মিছিল
খুলনা ব্যুরো জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণহত্যার বিচারের দাবিতে ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। নগরী সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে নগরীর ডাকবাংলা মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন শিবিরের কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল মামুন ও মো: আমিরুল ইসলাম। উপস্থিত ছিলেন- আজিজুল ইসলাম ফারাজী, মোশাররফ আনসারী, হাফেজ বেলাল হোসাইন রিয়াদ, আবু জর গিফারী, সাঈফ হাসান, মোশেদুল ইসলাম, ইউসুফ ফকির, ওয়ায়েজকুরুনী।

ময়মনসিংহে ছাত্রশিবিবের বিক্ষোভ
ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সভাপতি শরীফুল ইসলাম খালিদের নেতৃত্বে নগরীর টাউন হল মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক আহমেদ তাওফিক।
বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ব্যবসায়ী শিক্ষা সম্পাদক মো: সালাহউদ্দিন ময়মনসিংহ মহানগর সভাপতি শরীফুল ইসলাম খালিদ, সেক্রেটারি ফাউজান আবদুর রহমান, জেলা সভাপতি মো: হুমায়ুন কবীর, সেক্রেটারি ইমদাদুল হক, বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফখরুল ইসলাম, সেক্রেটারি আবু নাসের প্রমুখ।

কুমিল্লায় শিবিরের বিক্ষোভ
কুমিল্লা প্রতিনিধি জানান, সমাবেশ করেছে ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখা। নগরীর টমছম ব্রিজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মহানগর শিবির সভাপতি নোমান হোসেন নয়নের সভাপতিত্বে ও সেক্রেটারি হাছান আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহীসহ নেতারা।

ইবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ
ইবি সংবাদদাতা জানান, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিল শুরু হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জমিয়তে তলাবায়ে আরাবিয়া, ইসলামী ছাত্র-আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে শাখা শিবিরের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শিবির সভাপতি এইচ এম আবু মুসা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সমন্বয়ক এস এম সুইট, জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ইবি শাখার সাধারণ সম্পাদক সাজ্জাতুল্লাহ শেখ ও ইসলামী ছাত্র আন্দোলনের ইবি শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাতসহ বিভিন্ন নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল