২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
নেত্রকোনায় ডিইউজে সভাপতি

‘রুহুল আমিন গাজী সাংবাদিকদের কল্যাণে নিবেদিত ছিলেন’

-

ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সভাপতি মো: শহিদুল ইসলাম বলেছেন, সাহসী সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী সাংবাদিকদের কল্যাণে নিবেদিত ছিলেন। তিনি সাংবাদিকদের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার আপোষহীন নেতৃত্ব সাংবাদিকতার জগতে দৃষ্টান্ত হয়ে থাকবে। তার বিকল্প আর কেউ হতে পারবে না।
গতকাল নেত্রকোনা সাংবাদিক কল্যাণ সংস্থা আয়োজিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেত্রকোনা প্রেস ক্লাবের সদস্যসচিব গোলাম কিবরিয়া চৌধুরী সেলিমের সভাপতিত্বে এবং সাংবাদিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক দিলওয়ার খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সাধারণ সম্পাদক খুরশিদ আলম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু, জামায়াতে ইসলামীর জেলা আমির সাদেক আহমদ হারিস, প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পালসহ প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সাধারণ সম্পাদক খুরশিদ আলম বলেন, রুহুল আমিন গাজী সাংবাদিকদের রুটি-রুজির সংগ্রামে সব সময়ই সোচ্চার ছিলেন। ঐক্যবদ্ধ সাংবাদিক ইউনিয়নের নেতা হিসেবে তিনি সব সময়ই অগ্রভাবে নেতৃত্ব দিয়েছেন। স্বৈরাচার এরশাদ ও ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন। ১৮ মাস তিনি কারাবাস করেছেন। তাকে চিকিৎসার কোনো সুযোগ দেয়া হয়নি। তিনি বিনা চিকিৎসায় মারা গেছেন।
সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, রুহুল আমিন গাজী মুক্তিযুদ্ধ, ৯০ এর গণ-আন্দোলন ও জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন করে দেশপ্রেমের পরিচয় দিয়েছেন। তার মতো দেশপ্রেমিকের এখন বড়ই অভাব। যা পূরণ হবার নয়।

 


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল