প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করতে চান মেয়র ডা: শাহাদাত
- চট্টগ্রাম ব্যুরো
- ২৭ নভেম্বর ২০২৪, ০২:৩৭
চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডের প্রতিটিতে খেলার মাঠ করতে চান বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন। সোমবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা: শাহাদাত হোসেন এ কথা জানান। সভায় চসিকের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম এবং প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদসহ ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ছাত্ররা চট্টগ্রাম নগরীকে ক্লিন, গ্রিন, হেলদি সিটি হিসেবে গড়তে মেয়রকে সহায়তার আশ্বাস দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের দাবির মধ্যে ছিল নগরীজুড়ে খেলার মাঠের সুবিধা বৃদ্ধি করা, বিপ্লব উদ্যানকে অবাধ বাণিজ্যিকীকরণ থেকে রক্ষা করে নগরবাসীর জন্য উন্মুক্ত করে দেয়া, চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগের কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, নগরজুড়ে যে সমস্ত নালা উন্মুক্ত রয়েছে সেগুলো ওপর স্ল্যাব নিশ্চিত করা, শহরজুড়ে ভেঙে যাওয়া সড়কগুলোকে সংস্কার করা, চাঁদাবাজি-দখলবাজির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, আগ্রাবাদ মোড়ে অবৈধ হকার উচ্ছেদ করা, নগরীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনা, কিশোর গ্যাং কালচার বন্ধ করা, বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, চট্টগ্রামের ভাষা ও সংস্কৃতি রক্ষার্থে একটি প্রতিষ্ঠান তৈরি করা, মাদক বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামের যে ১১ জন শহীদ হয়েছেন তাদের পরিবারের একজন করে সদস্যর কর্মসংস্থান নিশ্চিত করা, হয়রানিমূলক মামলা বন্ধে পদক্ষেপ গ্রহণ।
ছাত্রদের বক্তব্যের পর মেয়র বলেন, আমি আপনাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনলাম। আপনারা যেসব দাবি জানাচ্ছেন সেগুলোর অধিকাংশ আমি শপথের পরপরই চট্টগ্রামে আসার পর বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে ইতোমধ্যে পাহাড়তলীর শেখ রাসেল শিশু পার্কের নাম পরিবর্তন করে ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে নামকরণের ঘোষণা দিয়েছি।
“আমার ইচ্ছা নগরীর ৪১টি ওয়ার্ডেই খেলার মাঠ গড়ে তুলব। কারণ আমি দেখেছি শিশুদের খেলার অধিকার নিয়েও বৈষম্য তৈরি হয়েছে। টার্ফ গড়ে ওঠার কারণে অস্বচ্ছল ঘরের ছেলেরা খেলতে পারছে না। এ কারণে আমার ইচ্ছা প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ নিশ্চিত করা। শিশুদের খেলার মাঠে ফিরাতে পারলে মাদক সমস্যা, কিশোর গ্যাং কমে আসবে।
আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
চট্টগ্রাম সিটি মেয়র ডা: শাহাদাত হোসেনের সাথে আলজেরিয়ার রাষ্ট্রদূত ডা: আবদেল ওহাব সাইদানি সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে সাক্ষাৎকালে মেয়র ডা: শাহাদাত হোসেন চট্টগ্রামে বিনিয়োগের মাধ্যমে আলজেরিয়া লাভবান হতে পারে বলে মন্তব্য করেন।
সাক্ষাৎকালে মেয়র শাহাদাত বলেন, ইপিজেড, বন্দরসহ ব্যাপক বাণিজ্যিক অবকাঠামো থাকায় চট্টগ্রাম বিনিয়োগের জন্য স্বর্ণভূমি। একটি আদর্শ স্থান আলজেরিয়া এই সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারে।
সভায় উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, মেয়রের একান্ত সচিব মো: জিল্লুর রহমান, সহকারী একান্ত মারুফুল হক চৌধুরী।