জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৫ শহীদ পরিবারকে আর্থিক অনুদান
- নিজস্ব প্রতিবেদক
- ২৭ নভেম্বর ২০২৪, ০২:৩৭
জুলাই গণ-অভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৫ শহীদ পরিবারের কাছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। প্রত্যেক পরিবারকে আট লাখ টাকা করে দেয়া হয়েছে। এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিন লাখ এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষে পাঁচ লাখ টাকা প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের উপস্থিতিতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণিতে এক অনুষ্ঠানে এই চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, সাধারণ সম্পাদক সারজিস আলম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর মো: লুৎফর রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করা বীর যোদ্ধাদের বীরত্বে নতুন এক বাংলাদেশ পেয়েছি আমরা। তাদের রক্তে রঞ্জিত সবুজ বাংলার আকাশে দেশের মানুষ মুক্ত পাখির মতো কথা বলার স্বাধীনতা পেয়েছে। এর জন্য সরকারের পাশাপাশি প্রতিটি পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদের স্মরণে বৃত্তির ব্যবস্থা করা হবে। পাশাপাশি আমাদের শহীদের যেন ভুলে না যাই, এর জন্য কলেজে গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে একটি
স্মৃতি কর্নার করা হবে। এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের প্রধান অতিথির বক্তব্যে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের ঋণ আমরা কখনো পরিশোধ করতে পারব না।