২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

টেকনাফে অপহৃত মৎস্য ব্যবসায়ী উদ্ধার : আটক ৩

-

কক্সবাজারের টেকনাফ সদরে দিনদুপুরে অটোরিকশা থামিয়ে অস্ত্রের মুখে অপহৃত দুই মৎস্য ব্যবসায়ীকে উদ্ধার এবং অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরের দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠপাড়াসংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
উদ্ধারকৃতরা হলো, উখিয়া উপজেলার বালুখালি ৮ নম্বর ক্যাম্পের আবুল বাছেরের ছেলে মোহাম্মদ শামশু এবং বালুখালী ১১ নম্বর ক্যাম্পের আব্দুর শুক্কুরের ছেলে আনিছুল আলম। গ্রেফতাররা হলো, মোহাম্মদ সাইফুল টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকার নুরুল ইসলামের ছেলে এবং টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠপাড়ার মো: কবিরের স্ত্রী মরিয়ম বেগম (৫০) ও মো: রবিউলের স্ত্রী নাছিমা আক্তার (৩০)।
সোমবার বেলা ১১টায় টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠপাড়ায় অটোরিকশা থামিয়ে অস্ত্রের মুখে অপহরণ করা হয় এই দুইজনকে।
উদ্ধার মোহাম্মদ শামশু ও আনিছুল আলম জানিয়েছেন, বালুখালি ক্যাম্প থেকে মাছ কিনতে তারা দুইজন টেকনাফে আসেন। টেকনাফ বাজারে মাছ না পেয়ে অটোরিকশায় বাহারছড়া ইউনিয়নের শামলাপুর যাওয়ার পথেই তাদের ধরে নিয়ে যাওয়া হয়। পরে তাদের কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে আটকে রাখা হয় পাহাড়ে। ওখান থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, দুইজনকে উদ্ধার এবং তিনজনকে গ্রেফতারের ঘটনায় মামলা হবে। জড়িত অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।
কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগীদের তথ্য বলছে, এ নিয়ে গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৪০ জনের অপহরণের ঘটনা ঘটেছে। এরমধ্যে ৮৩ জন স্থানীয় বাসিন্দা, ৫৬ জন রোহিঙ্গা নাগরিক। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৬৯ জন মুক্তিপণ আদায় করে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে।

 


আরো সংবাদ



premium cement