যমুনার ওপর নবনির্মিত রেল সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু
- সিরাজগঞ্জ প্রতিনিধি ও ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
- ২৭ নভেম্বর ২০২৪, ০২:৩৬
যমুনা নদীর ওপর নবনির্মিত রেলওয়ে সেতুতে পরীক্ষামূলক (ট্রায়াল) ট্রেন চালু হয়েছে কাল। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী জানুয়ারিতে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
গতকাল বেলা পৌনে ১০টায় যমুনার পশ্চিম পাড় সিরাজগঞ্জ থেকে একটি ট্রেন সেতুর পূর্ব পাড়ের দিকে এবং সকাল ১০টা ২০ মিনিটের সময় সেতুর পূর্ব পার টাঙ্গাইলের ভূঞাপুর অংশ থেকে পশ্চিম পার সিরাজগঞ্জ অংশে পৌঁছায়। ট্রেনের দু’পাশে দু’টি ইঞ্জিন ও তিনটি বগি নিয়ে সংযোগ দিয়ে ট্রায়াল ট্রেন দু’টি চলাচল শুরু করে।
যমুনার ওপর নির্মিত রেলওয়ে সেতুর পরামর্শক প্রতিষ্ঠান ওরিয়েন্টাল কনসালট্যান্ট গ্লোবাল লিমিটেডের সাব স্ট্রাকচার ইঞ্জিনিয়ার রবিউল আলম জানান, ট্রায়াল ট্রেন দু’টি সেতুর পশ্চিমপাড় থেকে পূর্বপারে চলাচল করছে। প্রথমে ১০ কিলোমিটার গতিতে চলেছে ট্রেন। আস্তে ধীরে গতি বাড়ানো হচ্ছে ট্রেন দু’টির। থেমে থেমে বেশ কয়েকবার ট্রায়াল দেয়া হবে বলে তিনি জানান।
রেলওয়ে সেতু প্রকল্পের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ নাইমুল ইসলাম জানান, ইতোমধ্যে রেলসেতুটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। পরীক্ষামূলকভাবে সেতুর ওপর দিয়ে ট্রেন চালানো শুরু করেছি। আগামী জানুয়ারি মাসে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। তবে আনুষ্ঠানিকভাবে সেতুর ওপর ট্রেন চালু হলেও ট্রেনের পূর্ণ গতি পেতে কমপক্ষে দুই মাস লাগবে।