জাবিতে অবৈধভাবে ভবন নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
- জাবি প্রতিনিধি
- ২৭ নভেম্বর ২০২৪, ০২:৩৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদালয়ে (জাবি) অবৈধভাবে চারুকলা বিভাগের ভবন নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদালয়ের প্রগতিশীল শিক্ষার্থীরা।
সোমবার রাত সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শিক্ষার্থীদের দাবি জানান, ভারতীয় অর্থায়নে কোনো ভবন নির্মাণ এবং বিশ্ববিদ্যালয়ের প্রাণ-প্রকৃতি ধ্বংস করে ভবন করা যাবে না।
বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী হাসিব জামান বলেন, আমরা মাস্টারপ্ল্যানবিহীন কোনো ভবন চাই না, একই সাথে ভারতীয় অর্থায়নে কোনো ভবন হতে দিব না। চারুকলা ভবনের প্রকল্প পরিচালক একসময় ছাত্রলীগের সামনে রেখে গাছ কেটে কাজ শুরু করে। আগে এর বিচার করতে হবে।
ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ইমন বলেন, ভুয়া তথ্য দিয়ে এ ভবনের অনুমোদন নেয়া হয়েছে। এ ভবনের কোনো বৈধতা নাই। মাস্টারপ্ল্যান ছাড়া প্রাণ-প্রকৃতি ধ্বংস করে আমরা এ ভবন হতে দিতে পারি না।
এরপর রাত ১১টায় আবার শহীদ সালাম-বরকত হলের শিক্ষার্থীরা তাদের হলসংলগ্ন একাডেমিক ভবন না করার দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনে আসেন।
হলের আবাসিক শিক্ষার্থীরা ‘হবে না হবে না, সালাম-বরকতের সামনে ভবন নির্মাণ হবে না; পরিবেশ ধ্বংস করে, ভবন নির্মাণ হবে না; মাস্টারপ্ল্যান ছাড়া ভবন নির্মাণ হবে না; হবে না হবে না, আবাসিক হলের পাশে ভবন নির্মাণ হবে না’ প্রভৃতি স্লোগান দেন।
এর আগে, দুপুর ১২টা থেকে দ্রুত ভবন নির্মাণের কাজ শুরুর দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করেন চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। এ সময় আটকা পড়েন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব, রেজিস্ট্রার আজিজুর রহমানসহ প্রশাসনিক ভবনের কর্মকর্তা-কর্মচারীরা।