২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

স্বৈরাচারের বিরুদ্ধে চিরকাল সোচ্চার ছিলেন মোহন মিয়া : বাংলাদেশ মুসলিম লীগ

-

সাবেক প্রাদেশিক মুসলিম লীগের সেক্রেটারি, ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর সিপাহসালার ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুসলিম লীগ গতকাল তার রাজনৈতিক ও সামাজিক জীবনের ওপর এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুসলিম লীগের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, আলোচনায় অংশগ্রহণ করেন দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম ও মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ি, সহ-সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম ও অ্যাডভোকেট আফতাব হোসেন মোল্লা, অতি: মহাসচিব আকবর হোসেন পাঠান, সাংগঠনিক সম্পাদক খান আসাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ভুঁইয়া, প্রচার সম্পাদক শেখ এ সবুর, শ্রম সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গণি, প্রকাশনা সম্পাদক আব্দুল আলীম, ছাত্র নেতা মোহাম্মদ নুরুল আলম ও নুরুজ্জামান বাছার প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া স্বৈরাচারের বিরুদ্ধে চিরকাল সোচ্চার ছিলেন। তিনি ছিলেন গণতন্ত্রের একনিষ্ঠ সেবক।
এ দেশের গণমানুষের রাজনৈতিক স্বাধীনতা, মৌলিক অধিকার এবং অর্থনৈতিক মুক্তির জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। মানুষের কল্যাণের জন্য তিনি রাজনীতি করে গেছেন। তিনি নিজে জমিদার হয়েও জমিদারি প্রথা বিলুপ্তের জন্য আন্দোলন করেছেন। আলোচনা শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement