ড. মোশাররফ ফাউন্ডেশনের পক্ষ থেকে ছাত্র আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা
- ২৭ নভেম্বর ২০২৪, ০২:৩৬
ড. মোশাররফ ফাউন্ডেশনের পক্ষ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের মধ্যে আর্থিক সহায়তা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দাউদকান্দি, তিতাস, হোমনা, মেঘনা উপজেলার আহতরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আহতদের মধ্যে আর্থিক সহয়তা প্রদান করেন, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।
গতকাল মঙ্গলবার বেলা ৩টায় রাজধানীর কাকরাইল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) কাউন্সিল ভবন তৃতীয় তলায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. মোশাররফ হোসেন।
ড. খন্দকার মোশাররফ ফাউন্ডেশন, যুবকল্যাণ কর্মসূচি ও স্বাস্থ্যসেবা কর্মসূচির যৌথ উদ্যোগে দাউদকান্দি তিতাস-মেঘনা-হোমনা উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের সাথে মতবিনিময় ও আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক, সচিব ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন দাউদকান্দি, হোমনা, মেঘনা ও তিতাস উপজেলার বিএনপির সব স্তরের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সভাপতিত্বে ছিলেন ডা: মোঃ শহিদুল হাসান (বাবুল), সঞ্চালনায় ছিলেন মো: এনামুল হক (সফর তালুকদার) সাধারণ সম্পাদক ড. মোশাররফ ফাউন্ডেশন, যুব কল্যাণ কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ড. খন্দকার মারুফ হোসেন। সচিব ড. মোশাররফ ফাউন্ডেশন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মোশাররফ হোসেন, জুলাই-আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে তিনি বলেন, গত ৫ আগস্ট একটি দুর্নীতির সরকার দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু এ দেশ থেকে কোটি কোটি টাকা দুর্নীতি করে নিয়ে গেছে। তাদের শাসন আমলে সরকারি প্রতিটি অধিদফতর দলীয়করণ করে গেছে। আমরা চাই দেশ সংস্কার করার পাশাপাশি অতিদ্রুত একটি নির্বাচন দেয়া হোক। বিজ্ঞপ্তি।