২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
খুলনায় বিএনপির সংবাদ সম্মেলন

প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্ট দোসররা সরকারকে ব্যর্থ করতে চাইছে

-

খুলনা মহানগরীর নাগরিক জীবনের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও সুপরিকল্পিত দীর্ঘসূত্রতার প্রতিবাদে গতকাল মঙ্গলবার কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে খুলনা মহানগর বিএনপি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে খুলনা মহানগর সদস্যসচিব শফিকুল আলম তুহিন বলেন, জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। আর সেজন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনভিজ্ঞতা যতটা না দায়ী, তার চেয়ে বেশি দায় প্রশাসনের সর্বস্তরে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিস্ট দোসরদের। তাদের সুপরিকল্পিত অপতৎপরতায় প্রশাসনের সর্বস্তরে স্থবিরতা জেঁকে বসেছে। সংস্কারের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন ধূলিসাৎ হওয়ার উপক্রম হয়েছে। তিনি বলেন, খুলনা মহানগরী এলাকায় বসবাসরত জনসাধারণের কিছু মৌলিক চাহিদা, প্রত্যাশা এবং বিপরীতে তাদের প্রাপ্তির দিকটি বিশ্লেষণ করলে বিষয়গুলো আরো সুস্পষ্ট হবে। বিগত বছরগুলোর অভিজ্ঞতার আলোকে বলা যায়, বর্ষা মৌসুমের শুরুতে দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় এবং শীত মৌসুম পর্যন্ত জীবনঘাতী এই মহামারীর দোর্দণ্ড দাপট চলে। তিনি অবিলম্বে খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ক্রাশ প্রোগ্রাম গ্রহণের জোর দাবি জানিয়ে বলেন, সময়ে সাথে সাথে রোগটি জটিল ও মারাত্মক রূপ নিচ্ছে এবং রোগীর শরীরে নানা উপসর্গ দেখা যাচ্ছে। অথচ মশকনিধনে খুলনা সিটি করপোরেশনের কর্মতৎপরতা নগরবাসীকে রীতিমতো হতাশ করেছে।

তিনি বলেন, পুলিশ ও ট্রাফিক বিভাগ কাজে ফিরলেও তাদের আচরণ ও ভূমিকা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ। ফলে খুলনা মহানগর এলাকায় চুরি ডাকাতি রাহাজানির ঘটনা যেমন বেড়েছে, পাশাপাশি দিনের গুরুত্বপূর্ণ সময়গুলোতে নগরীর সবগুলো ট্রাফিক পয়েন্টে দীর্ঘ সময় যানজট লেগে থাকছে। এর সাথে যুক্ত হয়েছে সিটি করপোরেশনের রাস্তা ও ড্রেন সংস্কার/পুনর্নির্মাণ এবং ২২টি মোড়/সড়ক দ্বীপ আধুনিকায়ন। শুরু করার পর কাজ ফেলে রাখায় জনদুর্ভোগ চরমে পৌঁছে দিচ্ছে কেসিসির এইসব প্রকল্প।
খুলনার ক্রীড়াঙ্গন যে এখনো স্বৈরাচারের দালালমুক্ত হয়নি দাবি করে তিনি বলেন, তার প্রমাণ জেলা ও বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা। হাসিনা পালিয়ে যাওয়ার চার মাস পরও তার চাটুকার দালালরা রন্ধ্রে রন্ধ্রে বিরাজ করছে। তিনি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক বিভাগকে সচল করা এবং কেসিসির কথিত উন্নয়ন প্রকল্পগুলো যত দ্রুত সম্ভব শেষ করার দাবি জানান এবং সব সংস্থা থেকে ফ্যাসিবাদের দোসরদের সমূলে উৎপাটন করে প্রকৃত দেশপ্রেমিক শক্তিকে কাজে লাগানোর আহবান জানান।
সম্মেলনে উপস্থিত ছিলেন বেগম রেহেনা আক্তার, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, হাফিজুর রহমান মনি, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, এহতেশামুল হক শাওন, একরামুল হক মিল্টন, মিজানুর রহমান মিলটন প্রমুখ।


আরো সংবাদ



premium cement