ত্রিপুরায় বাংলাদেশী পাসপোর্টসহ ভারতীয় নাগরিক গ্রেফতার
- আখাউড়া (ব্রাহ্মহ্মণবাড়িয়া) সংবাদদাতা
- ২৭ নভেম্বর ২০২৪, ০২:৩৪
নিজের ভারতীয় পাসপোর্ট থাকা সত্যেও রিপন দাস নামে এক ভারতীয় নাগরিক নিজের নামে বাংলাদেশী পাসপোর্ট বানিয়েছে। সোমবার চাতলাপুর চেকপোস্ট দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের পর দুই দেশের পাসপোর্টসহ তাকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। মঙ্গলবার ত্রিপুরার সব সংবাদপত্রে এ খবর প্রকাশ হয়েছে।
খবরে বলা হয়েছে, বাংলাদেশের চাতলাপুর চেকপোস্ট দিয়ে রিপন দাস নামে এক ভারতীয় নাগরিক ভারতের ত্রিপুরার কৈলাসহর ইমিগ্রেশনে আসার পর ইমিগ্রেশন অফিসার নিরঞ্জন মজুমদারের সন্দেহ হয়। পরে তিনি তার ব্যাগ তল্লাশি করেন। এ সময় তার কাছে বাংলাদেশের এবং ভারতের দু’টি পাসপোর্ট পাওয়া যায়। দুই দেশের পাসপোর্টই রিপন দাসের নামে। এক ব্যক্তির নামে দুই দেশের পাসপোর্ট থাকার অপরাধে হাবিলদার নিরঞ্জন মজুমদার সাথে সাথেই কৈলাসহর থানায় খবর দেন। পুলিশ ছুটে গিয়ে রিপন দাসকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে পাসপোর্ট অ্যাক্টে সেখানকার কৈলাসহর থানায় ইমিগ্রেশন অফিসার হাবিলদার নিরঞ্জন মজুমদার বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত রিপনের বাড়ি ত্রিপুরা প্রদেশের উত্তর জেলার পানিসাগর মহকুমার অগ্নিপাশা এলাকায়।