২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বুটেক্স শিক্ষার্থীদের ওপর পলিটেকনিক শিক্ষার্থীদের হামলা

আহত অর্ধশতাধিক
রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এলাকায় রোববার রাতে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের চিত্র : নয়া দিগন্ত -

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীদের ওপর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে বুটেক্সের অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। গত রোববার রাত ৯টা থেকে শুরু হয়ে রাত ১টা পর্যন্ত ৪ ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া চলে।
আজিজ হলের শিক্ষার্থীরা জানান, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীরা আজীজ হলে এসে প্রথমে বুটেক্স শিক্ষার্থীদের ওপর আক্রমণ করে। এমন সময় আজিজ হলের শিক্ষার্থীদের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে বুটেক্সের ওসমানী ও নজরুল হলের আবাসিক শিক্ষার্থীরা যুক্ত হতে এলে বিটাকে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা ইট-পাটকেল ছুড়ে। এতে দুই পক্ষের সাথে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালীন রাত ১০টা ৩০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও ১ ঘণ্টা অবধী তারা কোনো পদক্ষেপ নেয়নি। তারপর সেনাবাহিনী গিয়ে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং দুই পক্ষের সাথে মীমাংসার চেষ্টা চালায়। মীমাংসার এক পর্যায়ে পলিটেকনিকের শিক্ষার্থীরা বুটেক্স শিক্ষার্থীদের ওপর ইট মারা শুরু করে, এতে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়। রাত ১টা পর্যন্ত ওই পরিস্থিতি বিরাজ করে এবং পরিস্থিতি শান্ত না করেই সেনাবাহিনী ঘটনাস্থল থেকে চলে যায়। এতে বুটেক্স শিক্ষার্থীরা তাদের ওপর ক্ষুব্ধ হয়। রাত আড়াইটায় পরিস্থিতি নিয়ন্ত্রণ এলে আজীজ হলের শিক্ষার্থীরা হলে ফিরে যান। অন্য শিক্ষার্থীরা ভিসির বাসভবনে গিয়ে আজীজ হলের শিক্ষার্থীদের হলে থাকার নিরাপত্তা চান।
উল্লেখ্য, গত রোববার রাত ৯টার দিকে বুটেক্সের এম আজীজ হলের সামনে টঙ দোকানে চা খাওয়ার সময় শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ, লাঠি হাতে পরস্পরকে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমান বলেন, ‘বুটেক্সের এম আজিজ হলের সামনে টঙ দোকানে চা খাওয়ার সময় শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এটা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।’


আরো সংবাদ



premium cement