বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর ও জেলা কমিটি গঠিত
- রংপুর ব্যুরো
- ২৬ নভেম্বর ২০২৪, ০১:৩৩
রংপুরে গঠিত হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১১২ সদস্যের মহানগর ও ১৫৫ সদস্যের জেলা কমিটি।
সোমবার (২৫ নভেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির সদস্যদের নাম নাম প্রকাশ করা হয়। এতে মহানগর কমিটির আহ্বায়ক করা হয়েছে ইউল্যাব শিক্ষার্থী ইমতিয়াজ আহম্মেদ ইমতিকে আহ্বায়ক ও সদস্যসচিব করা হয়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: রহমত আলীকে। মুখ্য সংগঠক করা হয় কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের আলী মিলন আর রংপুর ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির নাহিদ হাসান খন্দকারকে করা হয়েছে মুখপাত্র। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে কারমাইকেল কলেজের সাজ্জাদ হোসেন, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আরিয়ান আফ্রিদি রাজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জামিল হোসেন, পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের শাহ মোতাওয়াক্কিল বিল্লাহ ফকিরসহ আরো চারজন।
যুগ্ম সদস্যসচিব করা হয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেক্সটাইলের (বুটেক্স) আসির সাদিক রাফি, সরকারি তিতুমীর কলেজের মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয়, সাউথ ইস্ট ইউনিভার্সিটির ফারহান তানভীর ফাহিম, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হাজিম উল হক, আরসিসিআইর সিয়াম আহসান আয়ানসহ আরো ৪ জনকে।
সংগঠক করা হয়েছে এআইইউবি শিক্ষার্থী মো: জুবায়ের আহমেদ হিমন, কবি নজরুল কলেজের মাহমুদ হাসান মুহিব, ধামরাই কলেজের একেএম আহনাফ হোসেনসহ আরো ৮ জনকে। এই কমিটিতে সদস্য পদে রয়েছেন ৮০ জন। সব মিলিয়ে ১২২ সদস্যের কমিটি হলো।
জেলা কমিটিতে ১৫৫ জন : এদিকে রোববার (২৪ নভেম্বর) রাতে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে রংপুর জেলার জন্য প্রথমে ১৫৫ সদস্যের কমিটির ঘোষণা দেয়া হয়। এতে জেলা আহ্বায়ক করা হয়েছে কারমাইকেল কলেজের ইমরান আহমেদকে আর সদস্যসচিব করা হয়েছে রংপুর মেডিক্যাল কলেজের আসফাক আহমেদকে। মুখ্য সংগঠক কারমাইকেল কলেজের রিফাত হাসান মুখপাত্র রংপুর সিটি কলেজের ইয়াসির আরাফাত।
যুগ্ম আহ্বায়ক করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাহির ফয়সাল সৌরভ, কারমাইকেল কলেজের রকিবুল ইসলাম তৌফিকসহ আরো ৯ জনকে। এ ছাড়া যুগ্ম সদস্যসচিব করা হয়েছে বেরোবির রুম্মানুল ইসলাম রাজ, মকবুলার রহমান সরকারি কলেজের রাকিবুল ইসলাম শিশির, রংপুর টেকনিক্যাল কলেজের হামিম মুনতাসির অহনসহ আরো ৮ জনকে।
সংগঠক করা হয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের তৌফিক আহমেদ হৃদয়সহ আরো সাতজনকে। কমিটিতে সদস্য রাখা হয়েছে ১২২ জনকে। দুটি কমিটির মেয়াদই করা হয়েছে ৬ মাস মেয়াদি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা