২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

৪৬তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

-

বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ৪৬তম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দিবস উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা। দিবসটি পালন উপলক্ষে সোমবার সকাল ১০টায় কেন্দ্রীয় ফুটবল মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
পরে সেখান থেকে কয়েক হাজার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জিয়া পরিষদ, ইউট্যাব ও শাখা ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন। পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষা ও গবেষণা প্রদর্শনী মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি।
এ ছাড়া বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আলিনুর রহমানের সভাপতিত্ত্বে প্রধান অতিথি ছিলেন ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ ছাড়া থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান আশ্রাফী, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দীন মিঝি ও প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আবুল কালাম আজাদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement