২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
৬৩ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ইবনে সিনা ফার্মার ৪০তম এজিএম অনুষ্ঠিত

দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির এজিএম ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় : নয়া দিগন্ত -


দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসির ৪০তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল (ভার্চুয়াল) প্লাটফর্মে গতকাল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান কাজী হারুন অর রশিদ।
সভায় কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডাররা, ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম, কোম্পানির প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহেরসহ অন্যান্য পরিচালক, চেয়ারম্যান অডিট কমিটি, চেয়ারম্যান এনআরসি, অডিটর, কমপ্লায়ান্স অডিটর, ইন্ডিপেন্ডেন্ট স্কুটিনাইজার এবং নির্বাহী পরিচালক ও কোম্পানি সেক্রেটারি উপস্থিত ছিলেন। অর্থসহ পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সকাল ৯টা ৩০ মিনিটে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষিত হিসাব, কোম্পানির পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও নিরীক্ষকদের প্রতিবেদন পেশ করা হয়। সম্মানিত শেয়ারহোল্ডারদের পক্ষ থেকে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতক্রমে বার্ষিক হিসাব ও পরিচালনা পর্ষদের প্রতিবেদন অনুমোদিত হয়।

সভায় ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক ফলাফলের ভিত্তিতে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের জন্য ৬৩ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।
সভায় সম্মানিত শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে বক্তব্য রাখেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম।
সভায় স্পন্সর পরিচালকদের মধ্য থেকে সর্বজনাব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া ও অধ্যাপক কর্নেল (অব:) ডা: জেহাদ খান পরিচালক হিসেবে পুনর্নির্বাচিত হন।
জাতীয় রাজস্ব কোষাগারে কর ও ভ্যাট বাবদ কোম্পানি ১ জুলাই, ২০২৩ থেকে ৩০ জুন, ২০২৪ পর্যন্ত ২০১,১৮,৭৩,৫১৬ (দুই শ’ এক কোটি আঠারো লাখ তিয়াত্তর হাজার পাঁচ শ’ ষোলো) টাকা প্রদান করে জাতীয় অর্থনীতি বিকাশে এক উল্লেখযোগ্য অবদান রেখেছে।
জাতীয় শ্রমনীতির আলোকে কোম্পানি বছরে মুনাফার শতকরা ৫ ভাগ টাকা অর্থাৎ ৪,৫৪,৮৬,২৪০ (চার কোটি চুয়ান্ন লাখ ছিয়াশি হাজার দুই শ’ চল্লিশ) টাকা শ্রমিক মুনাফা অংশীদারিত্ব তহবিলে প্রদান করেছে।
পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডার, ইবনে সিনা পরিবারের সব সদস্য, কোম্পানির উত্তরোত্তর সমৃদ্ধি, ২০২৪ সালে গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দোয়া এবং বাংলাদেশের জনগণের সার্বিক কল্যাণ ও উন্নতি কামনার মাধ্যমে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল